কবিতা : ছায়া
কবি : সৈয়দ খুকুরানী
রুদ্র, আমি আর মানুষের সঙগ চায়না রে ,,,,,,,,,
একটা ছায়া চায় ।
যে, আমার কষ্টের কথা গুলো
শুনবে, আমার দিকে তাকিয়ে।
যে বলবে, দিনের পর দিন
তোমার মধ্যে যে অনেক কথা
জমে আছে, সেগুলো আমাকে বলো।
রুদ্র, আমার একটা ছায়া চায় রে,,,,
যে আমার দূর্বলতার সুযোগে
আমাকে ঠেস মেরে কথা বলবে না।
যে আমাকে, বাকরুদ্ধ করে দেবে না।
যে রঙবেরঙগী অভিযোগ এর মগডালে আমায় বসিয়ে
কালীদাসের মতো
সেই ডালটাই কেটে দেবে না।
রুদ্র আমি একটা ছায়া চায় ছায়া ,
যার বিদ্রুপ ভরা কথা, কটুক্তির অবহেলা, হিঙসা সূলভ আচরণ, আমাকে
ভেঙে চুরে, একাকার করে দেবে না।
রুদ্র, আমরা মানুষের সঙগ
বার বার চায়,
এই মানুষেরা ই আমাদের অগোচরে, আনাচে কানাচে
আমাদের ছায়া হয়ে
আমাদের পুতুল নাচের নাচ দেখায়।
রুদ্র, আমি একটা ছায়া চায় রে,,,,
যে আমার একলা ঘরে
সারা দিনের ভূল গুলো শুধরে দেবে।
যে আমার ছোটো ছোটো ইচ্ছে গুলো র মূল্য দেবে
যে আমার ভালো গুন গুলো শুধু মনে রাখবে,
যে আমার ভাঙা চোরা জীবনের কাদা, নোঙরা জল
ঘেঁটে ঘেঁটে ঘোলা করবে না।
রুদ্র, আমি একটা ছায়া চায় রে,,,,,,,,,
যে আমার মতো নীল
আকাশের দিকে চেয়ে রবে অকারনে,
যে মানুষের ত্রুটি গুলো কে
ঝেড়ে ফেলে দেবে,
ময়লার মতো।
যে মানুষ কে ভালো বাসবে
প্রান ভরে, যতদিন পৃথিবীতে
সে থাকবে।।