ছন্নছাড়া
কলমে : সায়নী আচার্য্য
গলির মোড়ে দাঁড়িয়ে থেকে
আড্ডা দেয় যারা,
ভুলে গেলে চলবে না যে-
ওরাই ছন্নছাড়া।
রাতদুপুরে লোকের বাড়ির
ঝামেলা বেঁধে গেলে,
ওরাই যে ছুটে এসে
ঝাঁপাবে তাহলে।
তবুও তারা বাঁচাল ছেলে
দোষের তকমা গায়ে।
এসবকে দূরে সরিয়ে
বন্ধুত্বের হাত বাড়ায়।
কিন্তু তারা দস্যি ছেলে
শোনে না কোনো বারণ।
তাদের যদি অসুখ হয়,
দেয় না কেউ পাঁচন।
তাকায় না ফিরে কেউ কখনো
মরেও যদি যায়।
এমনি করে কত বেওয়ারিশ
জোয়ারে ভেসে যায়।
অফুরন্ত আশা নিয়ে
বেঁচে থাকে ওরা।
বঞ্চনার বেড়াজালে
হয়ে ওঠে ছন্নছাড়া।