কবিতা : ছন্দপতন
কবি : সরবত আলি মণ্ডল
ছন্দ ভ্রষ্টের খেলায় মেতেছি আমরা
ইচ্ছে ডানা মেলেছি ঊর্ধ্বমুখী
সাহস হয় না খেলতে ডুব- সাঁতার।
তোমাকে পাবো ভেবে
অজান্তে লিপ্ত হয়েছি-
বর্ধিত মোহে
ক্যাক্টাসের আঘাতে বিদ্ধ হয়েছি-
রক্ত মুখিন।
মেঘেরভেলায় ভাসতে গিয়ে
পেয়েছি কেবলই বৃষ্টি- ঢেউ।
অনেক ভেবেছি, বুঝেছি –
একাকিত্বই প্রেয়।
একা থাকাই ভালো।