✍️চৈতালী রায়✍️
ভাবছি বসে এঁকেই ফেলি
মহাকাশের শূন্যতা
কি দিয়ে যে ধরবো তাকে
একি ভীষণ ব্যস্ততা !!
আকাশ জুড়ে জাল পেতেছি
পড়বে ধরা এইবারে
ব্যস্ত হাতে রং গুলেছি
সমুদ্রেরই মাঝখানে।
আঁকতে হবে পাহাড় চূড়োর
টুনটুনির ওই দুঃখটা
বেদম জোরে দমকা হাওয়ায়
গুঁড়িয়ে গেল স্বপ্নটা।
ঘাস বিচালির মাটির রঙে
মোদ্দা কথায় প্রচুর মিল
বৃষ্টি ভেজা সকাল বেলায়
মাটির স্কুলে তা ধিন ধিন।
আঁকতে হবে মনের ভেতর
গুমড়ে থাকা কান্নাটা
সে রং আবার কোথায় গুলি
এই নিয়েই তো ভাবনাটা।
তোমরা যদি হাসতে থাকো
ব্যাঙের গলায় ঘ্যাঙর ঘ্যাঙ
আমিও তবে আঁকবো বসে
তোমাদের ওই হাসির ঠ্যাং।