❤️মায়ের মতো❤️
চৈতন্য দাশ
🌾🌾🌾🌾🌾
হাসতে হাসতে যাই মরে যাই হে হে হে হে হে…
বাইশে এপ্রিল ঘটা করে পালছি ওয়ার্ল্ড আর্থ ডে।
দেশে দেশে ভালোবেসে চলছে মঞ্চসজ্জা,
বাস্তবে বিপরীত চিত্র দেখে সেকি লজ্জা!
সদরে দাঁড়িয়ে বলি- মাটি, আমার মা,
শিল্পিত সুন্দরে তোমার নেই যে তুলনা।
রক্ষা করতে মা-মাটিকে করেছিলাম পণ,
পঞ্চাশ বছর আগে কাজে দিয়েছিলাম মন।
শপথ ছিল মাকে আমার রাখব সুস্থ-সবল,
সে শপথকে সফল করার ছিল মনোবল।
সেসব কথা ভুলে করছি মা-মাটিরই লয়,
ইঁট-কংক্রিটে গিলছে মাটি, পাই দেখে তাই ভয়।
ছড়িয়ে মাটি পরিপাটি, চার-চারটি গ্রুপে,
পাহাড়-পর্বত-মালভূমি-সমভূমি রূপে।
ভুলে গেছি বুকে তাহার সার-বিষ ঢালার আগে,
এক-চামচ মৃত্তিকা গড়তে বছর পঞ্চাশ লাগে।
দিচ্ছি ঠুকে মাটির বুকে পারমাণবিক বোমা,
যাচ্ছে চলে জীবনটা তার চেতনাহীন কোমায়।
বিষ-প্রভাবে বুক জুড়ে তার ফসল ফলছে না,
কারণ নির্জীব মাটির বুকে খাবার মিলছে না।
নাক-চোখ-মুখ তার পড়ছে ঢাকা প্লাস্টিক ক্যারিব্যাগে,
ছুটে গেছে আয়েশের ঘুম ক্ষোভে এবং রাগে।
প্লাস্টিক-ক্যারির অত্যাচারে রুদ্ধ তাহার শ্বাস,
বাঁচার জন্য দিনরাত্রি সে করছে যে হাঁসফাঁস।
‘ওয়ার্ল্ড আর্থ ডে’র এবার হল পঞ্চাশ বছর পূর্তি,
তাই নিয়েই মাতোয়ারা চলছে নৃত্য-ফুর্তি।
পুড়ছে মাটির মেদ ও চামড়া দূষণ-বারুদ বিষে,
কীটনাশকের বিষ-যন্ত্রণা শরীরে তার মিশে।
আসুন সবাই সারিয়ে তুলি ভূ-মৃত্তিকার ক্ষত,
ভালোবাসি সবাই তাকে আপন মায়ের মতো।
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴