Spread the love



চিরসাথী

কলমে : শুভ্র মৈত্র
জীবন যাতনায় আমি গুমরে গুমরে মরি,
একা একা পথ চলা পরলো হয়ে ভারি।
পথিক যারা সাথে ছিল চলল অন্য পথে-
ফাঁকা পথ অন্ধকার কেউ নেই গো সাথে।
সহসা তুমি জাগলে মনে সম্বিত এল ফিরে,
তুমি আছো সঙ্গে আমার ভয়টা কিসের ওরে!
এসেছিলেম ধরণীতে মায়ের কোলে একা,
যাব যখন তরণীতে কে আর দেবে দেখা?
তাইতো বৃথাই এই ভুবনে সঙ্গ আশা করি,
সঙ্গী পেয়ে হৃদ মাঝারে বাইরে খুঁজে ফিরি।

*****************

লেখক পরিচিতি

কবি শুভ মৈত্র: জন্ম ১৪ জুলাই (২৯ শে আষাঢ়) , ১৯৭৯ , অধুনা
পূর্ব বর্ধমানের কালনায় মাতুলালয়ে। পিতা চিকিৎসক
, মাতা গৃহবধূ, বেড়ে ওঠা হালিশহরে। পড়াশোনা
হালিশহর উচ্চ বিদ্যালয়। বিজ্ঞানের ছাত্র উচ্চ মাধ্যমিক
পাশ করে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা। পড়া শেষে
বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। ২০১৬ সাল থেকে
কলকাতার বেহালার বাসিন্দা। অকৃতদার এই মানুষটির ঘরে ফিরে
পড়াশোনা এবং কবিতা লেখাই সঙ্গী।

শুভ্র মৈত্র
বেহালা
কলকাতা -৬০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *