চাঁদ ও মোমবাতি
নবী হোসেন নবীন
উপজেলা-ভালুকা,ময়মনসিংহ
************************
মেঘে ঢাকা চাঁদ দেখে মোমবাতি বলে
অন্ধকারে আলো দেই আমি নিজে জ্বলে।
অতিশয় অকৃতজ্ঞ এ মানব জাতি
আমাকেই বলে কিনা তুচ্ছ মোমবাতি।
যারে আলো করে দান কৃপা করে রবি
তার মুখে দেখে তারা প্রেয়সীর ছবি।
বায়ু যবে মেঘ ঠেলে নিয়ে যায় দূরে
চাঁদ ফের আলো দেয় এ মেদিনিপুরে।
বায়ুর আঘাতে নিভে ক্ষুদ্র মোমবাতি
চাঁদের আলোতে হাসে ফের কালো রাতি।
মানবের মাঝে আছে হেন ক্ষুদ্রমনা
উপকার করে যদি কভু এককণা
কথায় কথায় শুধু গেয়ে সেই গান
কথার কালিতে কৃতি করে দেয় ম্লান।