Spread the love

গ্রীষ্মকাল

কৃষ্ণলাল মাইতি

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104      (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

গ্রীষ্মের দাবদাহে আমাদের শরীর
খুঁজে ফিরে এতটুকু শান্তির নীড়;
ঘরের মধ্যে ফ্যানে তৃপ্তি তো নেই,
প্রাণ যেন যায় যায় প্রতি নিমেষেই।

একটু বৃষ্টি আর দখিনা বাতাস
ঘুচাতে পারে কেবল এই হাস পাস;
দর দর ঝরে ঘাম বাঁচা যেন দায়
গাছ লাগাও প্রাণ বাঁচাও বনবীথি ছায়।

এর মাঝে ঘটা করে আসে নববর্ষ
উত্সবে একাকার মনে কত হর্ষ;
পঁচিশে বৈশাখ কবি রবির জন্মদিন
শাঁখ বাজে উলু দেয় কত না রঙিন।

জামাই ষষ্ঠী উত্সব এই জ্যৈষ্ঠ মাসে
মেয়ে জামাই ঘরে ঘরে প্রায় যায় আসে;
মা শীতলার পুজোও হয় এই গ্রীষ্মকালে
প্রকৃতির প্রথম ঋতু ধন্য সেই তালে।
*******************************

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104      (adsbygoogle = window.adsbygoogle || []).push({});


কবি পরিচিতি :
কৃষ্ণলাল মাইতি

সোনার পুর
কলকাতাঃ ৭০০১৫০

জন্ম১৩৫৪ বঙ্গাব্দের১৬ ই আশ্বিন মাতুলালয়ে অধুনাপূর্ব মেদিনী পুর
জেলার নরঘাটে৷ বাবা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রমী ও বিশ্বের সর্ব কল্যাণকর অভিন্ন বিশ্বশান্তি গ্রন্থের প্রণেতা জহর লাল মাইতি,পুরাণ রত্ন সাহিত্য বিনোদন৷ পায়রা চালি গ্রামে প্রথম ডাকঘর প্রতিষ্ঠাতা পোষ্ট মাষ্টার৷ মা ঈশনিষ্ঠা পরমা কল্যাণময়ী রাজরাণি দেবী, পিতামহ রজনী কান্ত মাইতি পিতামহীঈশ্বরী দেবী প্রপিতামহ রাম চাঁদ মাইতি প্রপিতামহী ক্ষীরোদাময়ী দেবী।
পৈত্রিক বসতবাটী পায়রাচালি প্রাথমিক বিদ্যালয়ে শৈশব শিক্ষার সূচনা, পরবর্ত্তী কালে মহম্মদপুর দেশ প্রাণ বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে পালপাড়া যোগদা সত্সঙ্গ মহাবিদ্যালয় থেকে
স্নাতক ও বি এড্ ডিগ্রি অর্জন করেন৷ কল্যানী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর অধ্যয়ন কালে আরক্ষা বিভাগের আধিকারিক পদে যোগদান করেন৷

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104      (adsbygoogle = window.adsbygoogle || []).push({});


পেশায় আরক্ষা আধিকারিক ও ডেপুটি সুপারিন্টেন্ডেট অফ পুলিশ হলেও নেশায় কবি ও ছড়াকার ৷
শৈশব থেকে জীবনানন্দ ও সুকান্তের কাব্য পাঠে মুগ্ধ হতেন৷ তাছাড়া রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা এবং সর্বোপরি তাঁর পিতৃদেবের অসাধারণ অণু প্রেরণা
তাঁকে লেখালেখি জগতে টেনে আনে৷ তাঁর কবি মানস গঠনে বাংলা সাহিত্যের অগ্রনী কবি অন্নদা শঙ্কর রায়,প্রেমেন্দ্র মিত্র
শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গো পাধ্যায় বিনয় মজুমদার উষা প্রসন্ন মুখোপাধ্যায় দেব কুমার বসু ডাঃ জগন্নাথ ঘোষের ভূমিকা অপরিসীম৷
পরবর্তীকালে তাকে একাজে পূর্ণতা দিতে সহায়তা করেন ডাঃ গোবিন্দ সরকার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র দিব্যানন্দ মহারাজ ধীরেন কির্তনীয়া সরোজ বন্দ্যোপাধ্যায় শশাঙ্ক শেখর মৃধা শুভব্রত রায় চৌধুরী আনসারুল হক সর্বোপরি লীলা মজুমদার ও সলিল লাহোড়ী প্রমুখ৷ সহধর্মিনী রেখা রানি মাইতি ও তাঁকে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে নিরন্তন এ কাজে উথ্সাহিত করেছেন৷ জ্যেষ্ঠপুত্র শ্রীমান জ্যোতির্ময় ও কনিষ্ঠপুত্র শ্রীমান জ্যোতিরিন্দ্র তথ্ সহ বড় ভাগনা তাপস কুমার মান্না
বিজ্ঞানের সর্বাধুনিক আবিষ্কৃত তথ্য সংগ্রহে সহায়তা করেছে৷

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104      (adsbygoogle = window.adsbygoogle || []).push({});


তাঁর প্রকাশিত বিজ্ঞানভিত্তিক ছড়া
বইগুলির মধ্যে আছে (১) ছড়ায় বিজ্ঞান ১, +২(২) বর্ণমালায় বিজ্ঞান
(৩) ছড়া ছন্দে প্রকৃতি ১+২ (৪) ছন্দে ভরা পরশ পাথর ১+২ (৫)
সাদার মধ্যে সাতটা রঙ্ (৬) তারায় ভরা ছায়াপথ (৭) টক্কা টক্কা টরে টরে (৮) মহাকাশে মহাশূন্যে (৯)
ছবি প্রতিচ্ছবি (১০) ধ্বনি প্রতিধ্বনি
(১১) ছড়ায় শান্তিনিকেতন (১২) আবিষ্কারের আঙিনায় (১৩ রাম ছাগলের মেটে (১৪) হাটুম হুটুম (১৫) ছড়ায় পরিবেশ বিজ্ঞান (১৬)
ছড়ায় ছড়ায় মানব দেহ
ইত্যাদি৷ কবিতার বইগুলোর নাম (১) গভীর রাতে গভীর শোকে (২)
এখন তাকে কোথায় পাবো (৩) সন্তানের মুখ চেয়ে (৪) নির্জন সৈকতে (৫) অদৃশ্য মিছিলে (৬) বঞ্চিত মহারাজ (৭) আমরাও বাঁচতে চাই (৮) আকাশবাণী কলকাতা কেন্দ্রে পঠিত কবিতা সংগ্রহ ৷ পুলিশ জীবনের অভিজ্ঞতা নিয়ে উপন্যাস (১)চেনা মুখ অজানা কথা,,(২) শিল্পার প্রত্যার্বতন৷ এছাড়া যৌথ সম্পাদনায় উষা প্রসন্ন মুখোপাধ্যায়ের সংগে প্রকাশিত ছড়ার বই এলাটিং বেলাটিং তত্সহ বিদগ্ধ মানুষের লেখা সংগ্রহঃ মানুষের মতামত৷
এ পর্যন্ত কয়েকটি স্মৃতি পুরস্কারে তিনি সন্মানিত হয়েছেনঃ(১) শিশু সাহিত্য পরিষদে আচার্য প্রফুল্ল রায় স্মৃতি পুরস্কার (২) দি সায়েন্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল যাদব পুর বিশ্ব বিদ্যালয় থেকে ডাঃ গোপাল চন্দ্র ভট্টাচার্য স্মৃতি পুরস্কার(৩)দঃ ২৪ পরগণা সংস্কৃতি পরিষদ কর্তৃক আচার্য জগদীশ চন্দ্র বসু স্মৃতি পুরস্কার (৪) দি পি ই এন কর্তৃক কবি শক্তি চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার(৫) শিশু সাহিত্য পরিষদ কর্তৃক উপেন্দ্র চন্দ্র মল্লিক স্মৃতি
পুরস্কার (৬) কলা সঙ্গম কর্তৃক ডাঃ শহীদুল্লাহ স্মৃতি পুরস্কার৷ (৭) আজকের পূর্বাভাস কর্তৃক
কবি দীনেশ দাশ স্মৃতি পুরস্কার (৮) রেঁসমির ঝাঁপি পত্রিকা কর্তৃক কবি শঙ্খ ঘোষ স্মতি পুরস্কার সহ
নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ দঃ ২৪ পরগণা ২০১৯ কর্তৃক সন্মননা প্রদান ইত্যাদি।
ইতিমধ্যে কৃষ্ণলাল মাইতির নয় খানা ছড়ার বই নিয়ে নরেন্দ্রপুর কলেজের অধ্যাপক ডাঃ গোবিন্দ সরকার কৃষ্ণলাল মাইতির ছড়ায়
বিজ্ঞান চর্চা নামে একটি পুস্তক প্রকাশ করেছেন ।
বিশ্বজিত্ মহলানবীশের সুরে কৃষ্ণলাল মাইতির ছড়ায় ক্যাসেট সি ডিতে সংগীত গেয়েছেন আরতি মুখোপাধ্যায় ইন্দ্রানী সেন চৈতালি র ায় মৌসুমি ঢালি অন্তরা দাস মুক্তা পাত্র বভ্রবী চক্রবর্তী প্রশান্ত মাইতি তাপস রায় দেবব্রত দত্ত প্রমুখ
আবৃতির সি ডি ক্যাসেট করেছেন নব কুমার সরকার মানবেন্দ্র মিশ্র
জিনিয়া নাজনিন এ স লাবনী।
আকাশ বাণী ভবনে তাঁর লেখা কবিতা পাঠ করেছেন রত্নাবলী সাহা মিতা ভট্টাচার্য দেবাশীষ বসু রাম প্রসাদ চক্রবর্তী প্রমুখ৷

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104      (adsbygoogle = window.adsbygoogle || []).push({});


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *