কবিতা : কাঁচমন
🌱🌱🌱🌱🌱🌱
গৌতম রাজোয়ার
🌱🌱🌱🌱🌱🌱
তোমার ও মন-কাঁচ,
চিড় ধরেছে আজ।
মুখ ছবিতে, মন দেখেছি,
হয়েছি সলাজ।
চিড় ধরেছে আজ।
মুখ ছবিতে, মন দেখেছি,
হয়েছি সলাজ।
ঠুনকো ভালোলাগা,
স্বপ্ন ভেঙে জাগা।
ঠুনকো ও মন আরশিতে আজ
হৃদয় জুড়ে দাগা।
স্বপ্ন ভেঙে জাগা।
ঠুনকো ও মন আরশিতে আজ
হৃদয় জুড়ে দাগা।
মন ভাঙা এ ছল,
সত্যি ও রূপ খল।
তোমার এ-রূপ, দেখবো তেমন,
হয় নি কৌতূহল।।
সত্যি ও রূপ খল।
তোমার এ-রূপ, দেখবো তেমন,
হয় নি কৌতূহল।।
সারবে না সে ক্ষত,
চেষ্টা চালাও যত,
আরশি ভাঙা প্রতিচ্ছবি
হয়না আগের মতো।
চেষ্টা চালাও যত,
আরশি ভাঙা প্রতিচ্ছবি
হয়না আগের মতো।