গৌতম বাড়ই
সমস্ত হিংসার শেষে প্রেম নেমে আসে
পৃথিবীর সব মানুষেরা যায় ভালোবেসে।
পরিচিতির চেয়ে অপরিচিত নিরাপদ প্রেম
বৃন্দাবনে প্রাণ ফিরে পায় চিরায়ত প্রেম।
প্রেম গভীরতা গভীর অবাক মূর্চ্ছনায়,
প্রেম খুঁজে পায় সুন্দরতা সবাক বন্দনায়।
ওপারে তুমি বসে এপারে আমি
মাঝে নদী বয়ে রে!
চণ্ডীদাস বসেছিল বারো বছর ফাৎনা ফেলে
রজকিনী ছলাৎ ঢেউ বুকের ভেতরে।
রজকিনী তোর বুকের ওঠা ঢেউ
রজকিনী তুই আমার পাগল করা কেউ।
কাঁঠাল আঠা বাদ সাধলে কত
দিন ফুরালে আমি কাঁঠালতলি যাবো।
চণ্ডীদাসের মাছ আঙুলে বরশি গাঁথা আশ
রজকিনী জলঘরাতে রাতের তপ্ত শ্বাস।
ওপারে তুমি বসে এপারে আমি
মাঝে নদী বয়ে রে!
জাতপাতের অহিনকুল প্রেম বসতের ঘরে
পা টেপে কি গা টেপে মন ভাসেরে রস সাগরে।
রজকিনী দাঁড়িয়ে আছে ঠাঁই
চন্ডীদাস তাকিয়ে আছে তাই।
-চার গিলেছে ও রসিকবামুন তোমার পাতা ছিপে
-পেথমবার পেথমবার এই এখুনি বুক ঢিপঢিপে।
প্রেম খুঁজেছে ভালোবাসার বসত বাড়ি ঘর
প্রেম দেখেছে হিংস্রতা ভয়াল কালো স্বর।
এপার ওপার এখান ওখান ছুটন্ত সব ঘর
প্রেম পেলো তার শান্তি হারিয়ে পরিচিতি।
চন্ডীদাস আর রজকিনী আমূল তাদের প্রেম
এপারে তুমি বসে ওপারে আমি
মাঝে নদী নিরবধি বয়ে চলে যায়।
https://www.patrika.kabyapot.com