রঙিন হয়েছে রসিক আকাশ আজকে গোধূলি বেলা,
পশ্চিমে রঙ সুর্য ঢেলেছে তাই আকাশে রঙের মেলা,
ঐ দেখাযায় দিগন্তে আজ পরিযায়ী ফেরে ঘরে,
আকুলিত হিয়া কাছে পেতে প্রিয়া তাই আজ দ্রুত ফেরে,
ডাকিয়া কহিছে এসো প্রিয়া তুমি সান্ধ্য সাগর তীরে,
নীল হলুদের মাখামাখি আজ জীবন সাগর পারে।
নামিছে সন্ধ্যা এলোচুলে তার আকাশ করেছে কালো,
নাগরিক চাঁদ পুবের ঐ কোণে জ্বেলেছে রূপোলী আলো-
নীল ধ্রুব তারা মিটিমিটি করে কালপুরুষের সাথে;
নীলাকাশ তাই রসিক সাগরে প্রেমের বিছানা পাতে-
রাত্রি নিকষ নিঝুম প্রকৃতি একরাশ নিরবতা,
আসিবে সকাল ভোরের আলোয় মুছে দিতে সব ব্যাথা…
আমি নিরালায় দুচোখ মেলিয়া দেখি প্রকৃতির রূপ,
দিন চলে যায় সন্ধ্যার সাথে রাত শেষে পাই সুখ।
ধন্যবাদ কাব্যপট অনলাইন পত্রিকা র সবাই কে