🌱 জীবনের ছন্দ 🌱
✍️গিরিশ সূত্রধর✍️
বেদনা গুলো ভাসায় না কেন সুক্ষ্ম নদীর ঢেউ,
নীরব মনে আমি দিশেহারা পথ দেখায় না কেউ!
বেচেলার তাই অর্থহীন, ধোঁয়াশায় গভীর তীর,
অলি গলি থেকে ছুটে আসে প্রশ্নের নতুন ভীর।
লেখাপড়া দিয়েছি জলাঞ্জলি কাজের কাছে ছুটি!
মৃত্যুও যে কড়া নারছে, পৃথিবীতে আমার ছুটি!
সেটাতে কি শোধ হয়ে যাবে দারিদ্র আর দেনা?
যুবক মনে এমন প্রশ্ন কখনই শোভায় না!
বাপের রক্তের দারুণ তেজ, দেশ ঈশ্বর বিবেকানন্দের,
স্রোতের ধারায় মিলিয়ে যাই, মিল নেই জীবনছন্দের!
তারই মাঝে খুঁজি আমি নদীর শেষ ঢেউ,
চলতে চলতে হারিয়ে যাবো পাবে না আর কেউ।
এখন আমি মরিচীকা, বাতাস ছাড়া প্রান।
জলের জন্য হাঁসফাঁস আর করি আগুনের সন্ধান।
_________