আসরাফ আলি সেখ
গান : আজ আমার শূন্য ঘরে
**********************
আজ আমার শূন্য ঘরে
আনন্দ আসে তালে তালে
নিত্য সুরে সুরে
নিত্য সুরে সুরে ,
গানের পালে দোলা লাগে
বসন্তের গানে গানে ,
আজ আমার শূন্য ঘরে
আনন্দ আসে তালে তালে,
আলোর রেখা গানের ছটা
ঝিকিমিকি ডালে ডালে ,
আজ আমার শূন্য ঘরে
আনন্দ আসে তালে তালে,
অজানা প্রেমে মেতেছে মন
সোহান সোহাগ করে যে
আজ আমার শূন্য ঘরে
আনন্দ আসে তালে তালে,
বসন্তের দখিনা বাতাস
অঙ্গে অঙ্গে ঢেউ তোলে
আজ শূন্য ঘরে
আনন্দ আসে তালে তালে,
অন্ধকারের রাত্রি গুলো
পাহারা দেয় আমায় বলো ,
অন্ধকারের গান লিখে দিই
আলোর ঠিকানা’তে ।।
আজ আমার শূন্য ঘরে
আনন্দ আসে তালে তালে
নিত্য সুরে সুরে সুরে
********************