Spread the love

গলিত স্বপ্ন পুরুষ 

                    রাধে শ্যাম বিশ্বাস 

আলোক প্রাপ্তির বহু দূরে-

এক ধরনের নিরিবিচ্ছিন্ন ভীতিতরঙ্গ

হাহাকার থেকে ঠোঁট টেপা এক নৈঃশব্দ্য,

আগুনে হাত রেখে খোঁজা জন্ম দাগ,

বিপুল অন্ধকার পাঁজরে নিয়ে-

আলো খোঁজে এক নিষ্কম্প দীপ,

অনিবার্য্য ঘুম ও জাগরন-

অনুভবের প্রক্রিয়ায় বার বার এসে

পাশে দাঁড়ায়।

এক ফালি জ্যোৎস্মা,

পাতার মতো ঝরে পড়ে উদাসি হাওয়ায়,

ছায়ার শরীরে বিনিদ্র অন্ত্যমিল,

বুড়ি হয়ে যাওয়া চাঁদ বেনো জলে যায় ভেসে,

অপেক্ষা, আবার ভাসবে চরাচর,

জোছনা মোছা রাতে শিশিরে ধানের দুধে,

ভিজে ভিজে হাওয়ায় শরীর স্বপ্নময়,

গলিত হতে হতে, হয়ে উঠি স্বপ্নপুরুষ।

__________________

পাঠক গণ এর উদ্দেশ্যে:

পত্রিকার স্বার্থে লেখা পছন্দ হলে কমেন্ট ও শেয়ার করতে অনুরোধ করছি। আপনিও লেখা পাঠাতে পারেন নিম্নোক্ত ঠিকানায়:

kabyapot@gmail.com

WhatsApp: 8100481677

 

 

One thought on “গলিত স্বপ্ন পুরুষ : রাধে শ্যাম বিশ্বাস ”
  1. গলিত স্বপ্ন পুরুষ — কবিতায় রাধে শ্যাম বিশ্বাস বোঝাতে পেরেছেন, তিনি একজন গভীরের কবি। মুগ্ধকর রচনা, সন্দেহ নেই। বারবার সেই অনুভবের স্তরে ঢুকে যেতে মন চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *