Spread the love


       গরমের দিনে
সেকেন্দার আলি সেখ
অধ্যক্ষ : সুন্দরবন বি এড কলেজ
*****************************
বসন্ত উধাও, গ্রীষ্ম হাজির
                   ফুটিফাটা  মাঠে-মাঠে
উচ্ছে-পটল- ঢ্যাঁড়স বিকোবে
                     গ্রামের বাজার-হাটে
সূর্যের তেজে গরম কালেতে,
                    ঘাম ঝরে সারা গায়ে
দখিনা বাতাস লুকোচুরি খেলে
                       সবুজের বনছায়ে l

গরমর দিনে জল মেলেনা,
                গ্রামেতে শুকনো পুকুর
জলের জন্য হাঁপাতেই থাকে
                 পাড়ায়- পাড়ায় কুকুর
লোডশেডিংয়ে সম্বল সেই
                পুরানো পাখার বাতাস
জলের কলেতে কলসির ভিড়,
                    লম্বা লাইন তাকাস l

জলাভাবে একা নিজের মনে
                 আকাশে চাতক পাখি
“ফটিক জল আল্লাগো দাও “
                কেঁদে করে ডাকাডাকি
দুরন্ত বালক পুকুরের জলে
                  লাফ দিয়ে পায় মজা
জলে নেমেই ভোল ডুবাডুব,
              কাদামেখে সাজে রাজা l

দুপুর গরমে লোক থাকেনা,
                  ফেরিঅলা ডাকে হাঁটে
গরমে মাটি ফেটেফেটে ফাঁক,
                  ঘাসপোড়া ন্যাড়া মাঠে 
কমলে গরম সন্ধ্যার দিকে
                    মেলাতে গাজন গানে
দখিনা বাতাস সুখ এনে দেয়
                       সব্বার প্রাণে- মনে l
             #          #          #          #




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *