গন্তব্য
কলমে -আজহারুল হক
নিজের পায়ে খাড়া হও বা না হও,
তুমি অভ্রভেদী হিমালয়ের মত দন্ডায়মান হও
অথবা কালাহান্ডির দুর্ভিক্ষে মোড়া শুষ্ক মাটিতে
প্রচন্ড ক্ষিদেয় গড়াগড়ি যাও বছরভর,
পৃথিবীর অর্ধেক সাম্রাজ্যের অধীশ্বর হও না কেন,
তোমার জন্য একটি সাধারন ঘটনা ওঁৎ পেতে আছে,
একদিন তোমাকে ঠিকই গ্রাস করবে ;
তোমাকে আলাদা করা হবে -তোমার অর্জিত
সম্পত্তি, ঔদ্ধত্য আর উপজাত অহং থেকে।
ছাঁকনিতে তরল থেকে আলাদা হবে বিজাতীয় দ্রব্য,
ছাঁকনিতে পড়ে থাকবে তোমার রাজ্যপাট,
তুমি বাতাসের ভেতরের গহ্বর দিয়ে পৌঁছাবে অসীমত্বে।