গদ্য কবিতা লড়াই আর দিন বদল
কলমে বানীব্রত
************
স্বপ্নরা আজ ভীড় করেছে ডাইরির পাতায়
হলুদ পাতাগুলো আজ বড় অসহায়,
বিবর্ণ স্বপ্ন গুলো পাতাগুলোর সাথে
কিতকিত খেলায় নিমগ্ন।
টেবিলের উপর জমা ধুলো গুলো আজ সঙ্গী
ডাইরির সাথে করেছে জড়াজড়ি।
উদাস মনে সে আসে, রেখে যায় পদচিহ্ন,
উড়িয়ে দিয়ে যায় তার পিঙ্গল জটাজাল,
ক্ষতের উপর প্রলেপ পরে
আবার খোঁচা লাগে, রক্ত ঝরে।
অসহায়তা গ্রাস করে স্বপ্নের মনে।
তবুও লড়াই চলে দিন বদলের খেলায়।