খুশির ঈদ
সঞ্জয় সাহা
রচনাকাল- ১৩/০৫/২০২১
নতুন সকালে কি খুশির আমেজ
সাম্য -ভ্রাতৃত্বের মিলন বাণী
আজ পড়বে ঈদের নামাজ
মন রয়েছে ঈদগাহে
এসেছে খুশির ঈদ যে মোদের|
আকাশে আজ মেঘের ভেলা
বিশ্ব নিখিল ইসলামে মুরিদ
উঠবে কখন চাঁদের ভেলা
আহা কি মিষ্টি স্নিগ্ধ চাঁদের আলো
মেঘেরা সেজেছে তাদের সাজে|
মুগ্ধ রাতে কে দিল স্নিগ্ধ আলোর ছোঁয়া?
জীবন জুরে ইট পাথরে যারা
সেই পাথরেই গড়ে প্রেমের বেড়া
রোজার শেষে আনন্দে নাচে মন
শাওয়ালের চাঁদ দেখে রোজা ভাঙার দিন
|
আরবি হিজরির নবম মাসে…
আওদুন শব্দ হতে আসা পবিত্র দিন,
যে ময়দানে সব গাজী মুসলিম
আজ কেউ নয় তোর দুশমন,
হাতে হাত রেখে বলো আমরা ভাই ভাই l
মাথাভাঙ্গা, কোচবিহার ll