খুঁজে পাক মোহনা
প্রদীপ চন্দ
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সূর্যের সাথে বৈরীতা যাদের,
জ্বলে ওঠে নিয়নের সাথে,,,,,,, সস্তা সৌরভে ,
পাস কাটিয়ে হেঁটে যাই কিছুটা দূরে,,
দুটি হাত,,,,,জ্বেলে রাখে,
নিরীহ সাঝেঁর সূর্য,,,,,,,,,, তুলসীর আড়ালে।
নির্নিমেষ প্রতিক্ষায় জেগে থাকা লাল টিপ। আমার ভিতর থেকে ভেসে ওঠে, আদিম বুনো গন্ধ।
আমার নগ্নতা,,, সেই জ্যোৎস্নায় ঢেকে যায়।
ডুবে যাই আমি,,,সেই তাঁর,,সরোবরের গভীরতায় শৈবালের মত,,,,,,,,অনন্ত রাত।
আমার চাতক শরীর,,,,,,ওঁর বৃষ্টিতে শান্ত হয়।
নিজের প্রতিটি অস্থি,,,, সঞ্চিত করে গড়ে তুলি পিরামিড !!!!! মমি হয়ে অমরত্ব পাই ইতিহাসে।
খোলসের দায় ঝেড়ে ,,,,,, অসীমে শূন্যতা ঘুমাক !
সব নদী খুঁজে পাক মোহনা,,,,,,,,যুগে যুগান্তরে।
,,,,,,,,,*,,,,,,,,,