🙏ক্ষুদিরাম🙏
✍️মনীষা বন্দ্যোপাধ্যায়✍️
যখন কিশোর ফুটবলে বেঁচে থাকে
দুচোখে স্বপ্ন করবে বিশ্বজয়
সেই সেদিনে দেশকে ভালবেসে
জীবন সঁপেছো ওগো মৃত্যুঞ্জয়।
তখন রক্তে তুফান তুলেছে ঘৃনা
শাসকের অসি হি়ংস্রতায় মত্ত
সেই দুর্দিনে জন্মভূমির তরে
তুমি বাজি ধরো জীবনকে নিঃশর্ত।
ক্ষুদিরাম তুমি শহীদের বীরগাথা
ফাঁসিকাঠে শেষ হয়নি তোমার প্রান
শ্রাবন ধারায় উজ্জ্বল হয়ে ফোটে
জীবনের ছবি আঁকে তোমার নাম।
ক্ষুদিরাম তুমি দেশের অগ্নিশিখা
তরুন প্রানে উজ্জ্বল সবিতা
বাতাসে উঠুক তুমুল জ্বয়ধ্বনি
ক্ষুদিরাম এক বিপ্লবী কবিতা।।