ক্যাপ্টেন
বিধানচন্দ্র হালদার
যে প্লেয়ার যত বেশি ভালো খেলে,
তার উপর তত বেশি দায়িত্ব বাড়ে ,
শচীনকেও বারবার পরীক্ষা দিতে হয়ে ছিল,
মেঘের বুক চিরে সূর্যঘড়ির সামনে।
যে ছাত্র যত বেশি পড়াশোনায় ভালো,
তাকে তত বেশি কন্সেন্ট্রেশন করতে হয়,
রাধাকৃষ্ণণকেও বারবার পরীক্ষা দিতে হয়েছিল,
পাথরের গর্ভ ছিঁড়ে সমুদ্রের কাছে।
এমনকি গ্যালিলিও, কোপারনিকাস কেও।
যে ক্যাপ্টেন যত বেশি বার জয়ী হয়,
তার উপর তত বেশি দায়িত্ব বাড়ে,
নিজের অশ্রুপাতের কোন সময় থাকে না,
লুকিয়ে লুকিয়ে কেবলই ফাঁকা মাঠ খোঁজে,
চোখে চোখে এসে জড়ো হয় ঘোর অন্ধকারের পাহাড়।
এখন মাঠ ভর্তি ঘাসে ঘাসে আগুন,
ক্যাপ্টেন তবুও —
শরীরের সব নুন ঝরে যাওয়া পর্যন্ত,
মেঘে মেঘে বৃষ্টি খোঁজে।
পৃথিবীর কোনো ক্যাপ্টেন একক প্রচেষ্টায় জয়ী হতে পারে না।
এটা যে দলগত খেলা?
এসো, সবাই দমকলে হাত লাগাই।