আমার এ গায়ের মেঠো পথে
ফুটে আছে কত ঘেঁটো ফুল
আমার মনের এই রাখালিয়া সুরে, লুকিয়ে আছে, কত ব্যাথা, কত অভিমান
যা তুমি জানলে না কোনো দিন।
শেষ বিকেলের ঐ আকাশে অনুরাগের, কতো যে ছোয়ায়
রেঙগেছে বধূয়ার মুখ পলাশ শিমুল, পথের কাকর
মায়ের সিথির সিদূর
যা তুমি দেখলে না কোনো দিন।
ঐ নিশীথে যখন বৃষ্টি আসে ভিজে ওঠে কতো চোখের পাতা , কার একরাশ কালো চূল,
বুকের মাঝে বৃষ্টির মাদল
যা তুমি শুনলে না কোনো দিন।