কে তুমি ওখানে অনন্তকাল,
মোনালিসা হয়ে থাকো।
একটু একটু মুচকি হাসো,
বসবোনা বলে একটু বসো।
সেরা রং দিয়ে নিজের ছবিটি,
আমার মনেতে আঁকো।
কে তুমি ওখানে অনন্তকাল,
মোনালিসা হয়ে থাকো।
হৃদয় তোমার জমা হয়ে আছে,
লক্ষ কোটি কবিতা।
লাজুক চাহনি চেখে দেখি আমি,
পুরো ক্যানভাসে আমি আর আমি।
কী প্রাণান্তকর চেষ্টা তোমার,
কী অপূর্ব আমার ছবিটা।
হৃদয় তোমায় জমা হয়ে আছে,
লক্ষ কোটি কবিতা।
কে তুমি ওখানে অনন্তকাল,
কবিতা শুধু ডাকো।
তুমিই আমার শ্রেষ্ঠ কবি,
হৃদয় তোমার শ্রেষ্ঠ ছবি।
নিষ্প্রাণ তুমি প্রাণ সঞ্চরি,
কবিতা মাঝে থাকো।
কে তুমি কবি অনন্তকাল,
ইশারায় শুধু ডাকো।
দুঃসাহসে নিভৃতে আমি,
ডুবে যাই মহাকাব্যে।
খুলে ফেলি আমি কবিতার ডালি,
নিবিষ্ট মনে পাঠ করে চলি।
পাতা ঠল্টাই আর চমকাই,
আমি ছুটে চালি গন্তব্যে।
দুঃসাহসে নিভৃতে আমি,
ডুবে যাই মহাকাব্য।।