কেমনেগেলে নাফেরার দেশে
#কবিতা_সামন্ত
কেমনে চলে গেলে না ফেরার দেশে,
গেলে তুমি কোন রূপে?
নিমন্ত্রিত ছিলে?নাকি পরিযায়ী বেশে?
তুমি কি জানো হে মহা মানব?
কতো গর্ব করে তোমাকে
পাওয়া ধরা মাঝে?
আর কি পাবো কখনো
ফিরে তোমার মতো
কোন উজ্জ্বল নক্ষত্র?
আরও একটু না হয় করতে লড়াই,
সহ্য করতে না হয় আরো কিছু কষ্ট যন্ত্রণা,
এই ধরা মা কে ছেড়ে যেতে
বুঝি কষ্ট হোল না?
তোমার চলে যাওয়া মেনে নিতে
পারছিনা যে আমারা,
তো কেমনে মেনে নেবে মা ধরা?
তোমার অভিনয়ে মুগ্ধ হোত পুরো চলচ্চিত্র জগত,
আজ দিশেহারা নাট্যশালার নাট্যমঞ্চ,
কেঁদে ফেরে প্রতিটি শব্দ কবিতার পঙ্কতি,
প্রতিটি খাতার পাতায় অদেখা অশ্রু ঝরে,
তারা সবাই পথ চেয়ে তোমার অপেক্ষায়,
কেমনে বোঝাবো এতোগুলো অনুভূতিকে,
কেমনে বোঝাই যে থাকিস না চেয়ে ও পথ পানে,
আসবেনা আর ফিরে কোনদিন সে,
হৃদয়ে বিরাজ করেছো যে চিরতরে চিরদিন,
প্রিয় সৌমিত্র তুমি অমর হয়ে থেকো চিরোকালে।