——- কৃষ্ণপদ ঘোষ।
পয়লা মে আঠারশ ছিয়াশি
রক্তাক্ষরে লিখিত ইতিহাস,
মেহনতি শ্রমিকের রক্তে লেখা
অধিকার, বাঁচার আশ্বাস।
সুদীর্ঘ বঞ্চনা আর শোষণে
শোষিত শ্রমিক তাহার,
নিজ বক্ষশোনিতে লভিল
তাহারই নিজ অধিকার।
মালিকের নির্মম শোষণে
অতিক্রান্ত অর্দ্ধ দিবস,
শোষিত শ্রমিকের জীবন
বঞ্চিত পরাণ পরশ।
এইভাবে দুঃখ ও অভাবে
দুর্বিসহ শ্রমিক জীবন,
চাহিল মুক্তি, তাই একদিন
গড়িল তীব্র আন্দোলন।
আঠারশ ছিয়াশি পয়লা মে
উত্তাল শ্রমিক সমাজ,
বিশ্ব জুড়ে আন্দোলনে দাবি
চাই আট ঘণ্টার কাজ।
সেই আন্দোলনে নাভি শ্বাস
মালিক পক্ষে লাগে ত্রাস,
বন্দুকের বুলেটে তারা করে
শ্রমিকের বক্ষ রক্ত গ্রাস।
অবশেষে হইল সফল সেই
তীব্র শ্রমিক আন্দোলন,
মালিক পক্ষ সকলে বাধ্য
সেই দাবি করিতে পূরণ।
তাই,——–
মে দিবসে আওয়াজ তুলি,
মালিক শ্রমিক বিভেদ ভুলি
মালিক শ্রমিক ঐক্য গ’ড়ে
সোনার এ দেশ গ’ড়ে তুলি।
–––––––