***** কিছু জানতে চাওনি ****
ইব্রাহিম সেখ,রাজারামপুর, মুর্শিদাবাদ (পঃব)
************************************
হোক’না বিষের পেয়ালা, যদি দাও হাতে
এক চুমুকে পান করব,মধুর চাঁদনি রাতে,
মদিরা নেশায় বেহুশ হয়ে রইব পড়ে প্রিয়
মৃতু যদি আসে গো বন্ধু, অশ্রু বিন্দু দিও!
আজকের ফুল কাল’কে যেন বাসি হয়ে যাবে
শুকিয়ে যাবে ঝরা পাপড়ি, গন্ধ কি আর পাবে!
প্রতি পলে সময় যে যায়,বাঁধন মানে না
যে যাবার সে চলে’ই যাবে খুঁজে পাবে না।
হৃদয়ের কী গভীরতা যায় না চোখে দেখা
চড়াই- উৎরাই পার হতে কত আঁকাবাঁকা রেখা!
পা মেলাতে-মেলাতে পিছলে পড়তে হয়
স্বপ্নের আরশি ভেঙে হয়ে যায় ক্ষয়!
আবারও জেগে ওঠে নিঃস্ব প্রাণের নির্জাস
আবারও পতনের পুনরাবৃত্তি ঘটে সর্বনাশ!
এভাবেই যুগে-যুগে জেগে আছে আশার আলো
আলোর মাঝেই লুকিয়ে থাকে বেদনা বিদূর কালো!
দুঃখ দিয়ে সুখ পেতে চাও,তোমার বেলায় সাজে
জেনেছ কী বিষের বাঁশি– কার হৃদয়ে বাজে!!!
রচনাকাল (৪ঠা কার্তিক ১৪২৯ সাল)