–মহাদেব দাশ
চোখের জলের হয় না কোন রং
ভালবাসায় না ধরো কোন ভং।
ভালোবাসতে হলে-
”একমন হতে হয়”।
একমন না হলে ভালোবাসা হয় না,
চল্লিশ সের হলে হয় একমন।
ভালোবাসতে হলে-
কত সেরে হয় মন, জানে কয় জন।
এ কথা জানে শুধু-
লাইলী মজনু আর জানে শিরি ফরহাদ
চন্ডীদাস আর রজকিনি
তারাই তো প্রেমের শিরোমনি।
ভালোবাসায়-
নেই কোন জাত পাত
দুশমনেরা যাক নিপাত।।
ভালোবাসতে হলে-
বয়স যেমন কোন বাঁধা নয়
জানা বোঝার ভিতটা শক্ত ও মজবুত হতে হয়।
২) ফলগাছের গুন
–মহাদেব দাশ
ভিটামিন ও খনিজ পদার্থের প্রধান উৎস হচ্ছে ফল।
ইসলামের দৃষ্টিতে-
ফল গাছ লাগানো সদকায়ে জারিয়া।
একজন প্রাপ্তবয়ষ্ক মানুষের প্রতিদিন
ফল খাওয়া দরকার ১১৫ গ্রাম।
কিন্তু আমরা খেতে পারি মাত্র ৩৫-৪০ গ্রাম।
ফল গাছ চাষে খরচ কম, কিন্তু লাভ বেশী,
আমরা সবাই চাষী।
আম কাঁঠাল পেপে আনারস আমড়া পেয়ারা
বাতাবি লেবু জাম জামরুল।
ক্যালসিয়াম বেশি পাবে-
লেবু কদবেল বেল জাম জলপাই কাঠাল কমলা খেজুর
আমলকি আর তেঁতুল।
কাঁচা আমে-
জ্বর সর্দি ত্বক ও দাতের উপকার করে।
কাঁঠাল-
চোখের জন্য খাদ্য হজম ও কোষ্ঠকাঠিন্য দুর করে।
আনারস-
বলকারক গলা ব্যথা ব্রংকাইটিস কিডনি এমনকি জ্বরও সারায়
তেঁতুল-
বলবর্ধক হৃদরোগ পেটফাঁপা মাথাব্যথা ও বিষাক্ততা নিরাময়।
”রোগ মুক্ত জীবন চান, ফল ঔষধির গাছ লাগান।
ফল বৃক্ষের অশেষ দান, অর্থবিত্তে বাড়ায় মান।”
–মহাদেব দাশ
ঘুমের ঘোরে দর্শিত চিন্তা ভাবনার নাম স্বপ্ন
মানুষের কাঙ্খিত ভবিষ্যতই হচ্ছে স্বপ্ন।
আরবি ভাষায় বলে রুইয়া, আর ফারসীতে বলে খাব
আমরা চিরকালই স্বপ্ন দেখেই যাব।
মানুষ দেখে স্বপ্ন-
কিছু ভালো আর কিছু খারাপ স্বপ্ন ,
আধুনিক মনোবিজ্ঞানেরও একটি বিষয় হচ্ছে স্বপ্ন।
আবার অনেকে স্বপ্ন না দেখেও বলে- এটা আমার স্বপ্ন ছিল
স্বপ্ন মানে- মনের আশা, জাগায় পরিকল্পনা
স্বপ্ন অলৌলিক কিছু নয়-
অবচেতন মনের ভাবনা থেকে চলে আসে
স্বপ্ন মানে-
ধারনা ও চিন্তা প্রসুত ফল।
বিদগ্ধ আলেমরা বলেন-
অনেক স্বপ্নই অর্থবোধক, সব স্বপ্নই ধারনা প্রসুত নয়।
তবে স্বপ্ন কাউকে বলা উচিত নয়।
৪) রাগ ও অভিমান
–মহাদেব দাশ
রাগ হচ্ছে আবেগজনিত প্রক্রিয়া,
হতে পারে সবার উপরে।
অভিমান কারও প্রত্যাশা থেকে হয়,
হয় আপনজনের উপরে।
রাগ হয়তবা একসময়ে কমে যায়
অভিমান সারাজীবন থেকে যায়।
আপনি রাগ করলেন,
তো হেরে গেলেন।
আপনি অভিমান করলেন
আপনার জেদ বজায় রাখলেন।
অভিমান হলো-
হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার
যে কেউ হাত ছোঁয়াতে পারে না।
রাগ কমে যায় ভাগ করে নিলে
অভিমান চলে যায় ভালোবাসা দিলে।
রাগ, অভিমান বোকা ও দূর্বলেরা করে
বুদ্ধিমানেরা বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে।
৫) ভুল শুধু ভুল
–মহাদেব দাশ
আমি যদি চলে যায়
দেহখানি পড়ে রবে হায়।
এ জীবন হবে মূল্যহীন
সবকিছুই হয়ে যাবে বিলিন।
স্মৃতিটুকু থাকবে অন্তরে
যদি হৃদয়ে রাখো আমারে।
ভালো না লাগলে ফেলে দিও
নতুন করে হৃদয়টাকে গড়ে নিও।
আমার অন্তরে আছে গাঁথা
হয়তবা তুমি ভুলে গেছো সেথা।
তবুও কেন, পারিনা আমি ভুলিতে
তোমারি ছবি একে ছিলাম মনের রংতুলিতে।
আমারি ছিল ভুল শুধু ভুল
তোমার জন্য আমার জীবনটাই ভন্ডুল।
পারলে একফোঁটা অশ্রু ঝরিও নিভৃতে নিরবে
আমার স্মৃতি কইবে কথা, যতকাল তুমি রহিবে।