Spread the love



🌹সবাই ভালো থাক🌹
   ✍️প্রদীপ চন্দ✍️
============== //  ==============
সুখের খোঁজ পেয়েছিস তো শ্রীতমা,,,,
পেলে সুখে থাক,,,!
যেদিন তুই সম্পর্কের সবুজ গালিচাটা মাড়িয়ে
চলে গেলি,,,,,  সবুজ ঘাসগুলো সারা রাত কেঁদেছিল,,,,,, !  তোর পদ্মকলির সুবাস যে ওদের সারা গায়ে ,,,,,,, ওরা তো রোজ সকালে, পরম যত্নে,  ধুয়ে দিত তোর পা,,,। 
এক ফুৎকারে ওদের ছেড়ে যেতে তোর কষ্ট হয় নি,,,,, !  এত নিষ্ঠুর কি সত্যিই তুই ছিলি,,,,,,,!
তোর টুকরো টুকরো খন্ডগুলো, ভাঙা পেয়ালার মত আমার 
চিলে কোঠার বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আজও,,
শুধু ধুলো জমেছে অনেক,,,।

ভেবেছিলাম তোকে ছাড়া বুঝি বাঁচতে পারব না,,,
কিন্তু দেখ,, আজও আমি বেঁচে আছি ঠিকই।
আসলে জীবন ঠিকই বেঁচে থাকে, টুকরো হতে হতে,,,,, মৃত্যুর আগমনের পূর্ব মুহুর্তটুকু পর্যন্ত।
কত কষ্টে মানুষ বাঁচে, আগুন বালিতে দগ্ধ হয়ে, হিমে জমে বরফ হয়ে, তবুও মুঠোয় আকড়ে থাকে পলাশ, ঠোঁটে লেগে থাকে আশা,,, ছাইয়ের মতো,,,,,!

প্রথম প্রথম খুব কষ্ট হত জানিস ;
কত রাত জোনাকির সাথে কথা বলেছি নির্জনে,,
তোর শরীরের গন্ধ যে আমার ঘর, বিছানায় ছড়িয়ে,,,,, অত সহজে কি সব মুছে যায়,,,,!
তোর প্রতিটি শরীরী ঢেউ আমার চেনা রাজপথ, তোর ঠোঁটের কার্নিশে জমে থাকা মুক্তো, তোর মদিরা চোখের নেশা লাগা দৃষ্টি,,,, তোর ঠোঁটের উৎশৃঙ্খল উচ্ছ্বাসগুলো, কত রাত ঘুমোতে দেয় নি।

অনেক সম্পর্ক হেঁটে হেঁটে এসেছে আবার চলেও গেছে এ গলি সে গলি দিয়ে,,,,,, যে যার পথে। 
আসলে সকলেই যে যার মতো নিজের কক্ষপথে চলে যায়,,,, কত তারা জ্বলে আকাশে কত তারা খসে যায় ; কে কার হিসাব রাখে আর। সময় কোথায় হাতে,,, অত কাটাকুটি,, সাপ লুডো,,, হিসাব মেলাবে,,,,,,আমিও হিসাবের খাতা শূন্য করেই বসে থাকি,,, দিন ও তো একদিন নিভে যাবে ঠিকই ; পড়ে থাকবে এক আকাশ শূন্যতা,,,,,শূন্য ই তো প্রকৃত সত্য,,,,, !  বাকি সব,,,,,,,শুধুই ঘূর্ণাবর্ত আর আপেক্ষিক কিছু চাওয়া পাওয়া ও হিসাব নিকাশের গোজামিল,,

তোর চলে যাওয়ার পর,,,,  
যখনই কারো,, ওষ্ঠে রেখেছি ঠোঁট, 
পাচিলের মত দাঁড়িয়েছিস মাঝখানে।
আমার চারপাশে ঘুরেছে সারাক্ষন তোর শরীর,,, তোর গন্ধ।
তুই কি সব ভুলে গেছিস,,,,!  ভুলে গেলে ভুলে যাস,,,,, !  সবাই সব ভুলে যাচ্ছে,,, মানুষ প্রতিবাদ করতে ভুলে যাচ্ছে,,, মানুষের পাশে দাঁড়াতে ভুলে যাচ্ছে,,,,,,,, !!  আমিও আর কিছুই মনে রাখতে চাই না।
বিশ্বাসের ভাঙা কাঁচের টুকরোগুলো নাড়াচাড়া করলে হাতই কাটে। কি লাভ বল, বারবার হাত কেটে,,,,,,,?
তাই এখন পাথরের সাথে সহবাস করি,,,, ওরা অন্তত সহজে ভেঙে যায় না।

আসলে ভালবাসা বলে সত্যি ই কি কিছু আছে,,,!
নাকি ওটা একটা বয়সের বিলাসিতা।
এখন কি আমি আর কাউকে ভালবাসতে পারি,,?
ওটা বয়সের সাথেই চলে গেছে,,,,, চলে যায়,,,
শুধু পরে থাকে কিছু মুহূর্ত,,,, আর বিশ্বাস ভাঙার শব্দ,,,, ব্যাস আর কিছু নয়,,,,
দিনের শেষে সেই তো ফিরে যেতে হয় রাত্রির কোলে ,,,,, একা নিঃসঙ্গ,,,,
মাঝের কিছুদিন পুতুল বাসর,,,, অলীক কিছু স্বপ্নের সংকীর্তন। আলো আর আলেয়া নিয়ে বাঁচার অভিনয়।
নিভৃতির এক কোনে পরে থাকা ঘরটায়, আমরা সবাই নিঃসঙ্গ একা,,,,, !!! 
তাই একাকিত্বের সাথে বেশ আছি,,,, কোন দায় নেই, কোন পিছুটান নেই, কোন ঝগড়া নেই,,,,,,,
জীবন অনেক কিছুই শিখিয়ে যায়,,, সময়ের ছায়া রেখে,,,, !

ভাল থাকিস,,,,, যে যেখানে আছে সবাই ভালো থাক, গাছেরা ভালো থাক, পাখিরা ভালো থাক, শরতের গা থেকে ঝরে যাওয়া শিউলিরা ভালো থাক ,,,,, !  কারো প্রতি কোন অভিযোগ নেই আমার,,,,,, ।
===============. //. ==============

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *