Spread the love


            🙏করনা🙏
        ✍️সঞ্জয় সাহা✍️
“”””””””””””””””””””””””””””””””””
করনা তুমি এক যাতনা
জীবনে দিয়েছো যত বেদনা|
বদলে দিয়েছো তুমি ভবনা
এটাই কি ছিল তোমার মনোবাসনা|

পথে ঘাটে মাস্ক এঁটে লোক ঘোরে
দেখি একি দৃশ্য!
শহরেতে লোক কম ভয়ে আজ কাঁপছে|
আতঙ্ক দ্রতবেগে ঘাড়ে এসে চাপছে|

সৃষ্টি দাতা রাজগৃহে বন্দি,
বিজ্ঞান একা লড়ছে|
বিশ্বে আজ মহামারী,
শুধু মৃত্যুর গন্ধ ভাসছে|

***************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *