💪করোনার যুদ্ধ💪
সাহিত্য পত্রিকা
✍️কাজল দাস✍️বাজার থেকে তুমি যদিঘরে এসো চলেভালো করে হাত ধরেসাবান দিয়ে জলে।বাইরে যাওয়া বন্ধ করেখুব দরকারেবাড়িতে রাখা মাস্কটা আছেমুখে নিও তারে।হাঁচবে যখন মুখে নেবেহাতটা ভাঁজ করেথাকলে রুমাল ভালো হয়,টিস্যু ব্যবহারে।জ্বর সর্দি কাশি হলেহাসপাতালে চললজ্জায় নয়-সাহস করেডাক্তারকে বল।সচেতন আমরা সবাইতবে কিসের ভয়করোনাকে হারিয়ে দিয়েকরব মোরা জয়।🌱🌱🌱🌱🌱🌱কাজল দাস 🌱কাশীপুর পুরুলিয়া