✒️কলম ই সব✒️
✍️এমডি মিজানুর মাওলা’র✍️
কলম আমায় শিক্ষা দিল
দেশজাতির ভাষা,
জীবন পথে চলতে আমায়
দিচ্ছে অনেক আশা।
আইন কানুন সকল প্রকার
নীতি বাচক ধারা,
শিক্ষা দিক্ষার সকল কিছুই
কাগজে কলমে পড়া।
সময় শ্রমে অফিস কিংবা আদালতে
ধর্মে কর্মে সকল কিছুর মতামত,
চলন বলন সকল ধারা
কলম চালায় জনমত।
কলমে শিখায় শিক্ষক আমায়
মানব সমাজ কেমন করে জীবন চলায়,
ছোট থেকে বড়ো হইতে
নিয়মনীতি কলম শিখায়।
কলম চালায় ডাক্তার সাহেব
লিখেন প্রেসক্রিপশন,
সুস্থ জীবন বয়ে আনে
রোগীর জন্যে ডাক্তার সর্বক্ষণ।
ন্যায় অন্যায় এর আচার বিচার
হাকিমের হুকুম কলমের বর্ননা,
কলম-ই সব লিখেন বিধান যথা
প্রজ্ঞাপন করেন তিনি ঘোষণা।
জমা খরচ আয় রোজগার
কলম-ই সারাক্ষণ,
দেনাপাওনার পূর্ণ হিসাব
কলমে রাখেন মহাজন।
🌾🌾🌾🌾🌾🌾🌾
https://www.patrika.kabyapot.com