Spread the love

করোনা ভাইরাস
_____
লিলি সেন

আর কতো শবযাত্রা দেখব?
আর কতো আতঙ্কের পথ ধরে
অলিতে গলিতে বিভীষিকার সাথে হাঁটব?

এখন কি বলতে চাও কোন ধর্মীয় পরিচয়?
এখন কি সীমানা টানবে কাঁটাতার দিয়ে?
এখন কি বিবেকের চাবুকে চাবুকে
রক্তাক্ত হচ্ছো না ঘাতকের দল!
এখন কি ভেঙে পড়েছে না
ভাইরাস ত্রাসে তেজস্বী মনোবল?

হয়তো সমুদ্র মন্থনে অমৃত নয়
লাশেদের উত্তাল ঢেউ—
দেখবে কেউ কেউ!
হয়তো বা শ্মশানে চিতা সাজাবার
জায়গা থাকবে না আর!
গোরস্তানে লাশের উপর লাশ
বিদ্ধংসী ভাইরাস বলবে— সাবাস্ সাবাস্!
হয়তো বা থাকবে না কফিনের যোগদান
অশ্রু শুকিয়ে মরুভূমি হবে,
বৃষ্টি ঝড়বে না আর!!

গোটা বিশ্ব নতজানু আজ করোনার পদতলে,
সন্তান আজ প্রাণ সংশয়ে; তবু নেই
স্নেহময়ী মায়ের কোলে।
সর্ব ধর্ম লড়ছে একসাথে
হিংসা,বিদ্বেষ সব গেছে ভুলি,
ভীত সন্ত্রস্ত কামান, শাণিত তরবারি,
তবু নেই থেমে মৃত্যু মিছিল,
ভাইরাস মহামারী।
বলছে সবাই শত্রুতো নয়,
মিত্রের সাথেও আরি,
বিদায় নাও গো কভিড-১৯, জুবুথুবু বিশ্ব
ডরি তোমাকে ভীষন রকম ডরি।।
__
লিলি সেন
গ্রাম ও পোষ্ট—ভাতজাংলা
জেলা—নদীয়া
থানা— কোতয়ালী
পিন—৭৪১১০২
প.ব.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *