Spread the love

কবিতা– চক্ররেখা
কবি সৌরভ ঘোষ  

পর্যটনে বেরিয়ে তাড়াহুড়োয় বাঁজা ঝিলমকে ভালোবেসেছি,
আমার ভেতর মহোল্লাস অনুভূতি…
নিজের ও ব্রহ্মান্ডের সাথে
                         সকল সম্পর্ক গ্রাম্য ।
গল্পের খাড়াই বাঁক শূণ্যতার মত চন্দ্রময়…
দীর্ঘায়ু সময়
মার্জিত শব্দের স্রোত ঢেলে দেয় কানে…
সুবিনয় তারায় সাম্রাজ্য ,সুবোধ স্বপ্নের ভীড়…
মামুলি বিরাম আঁকতে গিয়ে
                      নৌপত এঁকেছে চূর্ণী তীর…
————————————————–
সৌরভ ঘোষ  (Sourav Ghosh)
থানা- জগৎবল্লভপুর(Jagatballavpur)
জেলা- হাওড়া(Howrah)
পঃবঃ(W.B.)  – ৭১১৪১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *