কবিতা : জীবনপথ
*********
কবি: সোমা বৈদ্য
**********
*********
কবি: সোমা বৈদ্য
**********
কত ক্ষুদ্র, কত তুচ্ছ আমি;
অমাবস্যার কালো ঘনাঘটা।
অন্ধকার নির্জন নিরালা পথ
আমি,
ভোরের আপেক্ষিয় মান,
আলোহীন মেঘলা আকাশ
আমি।
অমাবস্যার কালো ঘনাঘটা।
অন্ধকার নির্জন নিরালা পথ
আমি,
ভোরের আপেক্ষিয় মান,
আলোহীন মেঘলা আকাশ
আমি।
কুয়াশার ঘাসের কণায় শিশির
বিন্দু,
সূর্যের রামধনুুর রঙ তো নয়।
ফাল্গুনীর ঝরে যাওয়া পাতা
আমি,
পদতলে কতো মাড়িয়ে যায়,
কেউ খোঁজ রাখে না তার।
ফুটবে না ফুল পলাশ শিমুল
শুকিয়ে যাওয়া গাছের ডালে,
বিন্দু,
সূর্যের রামধনুুর রঙ তো নয়।
ফাল্গুনীর ঝরে যাওয়া পাতা
আমি,
পদতলে কতো মাড়িয়ে যায়,
কেউ খোঁজ রাখে না তার।
ফুটবে না ফুল পলাশ শিমুল
শুকিয়ে যাওয়া গাছের ডালে,
ধূ-ধূ মরুভূমি চারিদিক মরীচিকা
মনুষ্যবিহীন।
আজ নেই কোন অভিমান একলা
সঙ্গীবিহীন।
রঙিলা দিন গুলো ধূসর হয়েছে
আজ,
তাই সাদা কালো বেছে নিলো
জীবন।
মনুষ্যবিহীন।
আজ নেই কোন অভিমান একলা
সঙ্গীবিহীন।
রঙিলা দিন গুলো ধূসর হয়েছে
আজ,
তাই সাদা কালো বেছে নিলো
জীবন।
**************************
চাকদহ, নদীয়া