কবিতা : শেষ নিবেদন
“” “” “” “” “” “” “” “” “” “
কবি : সুব্রত ভট্টাচার্য্য (ঋকতান)
***************************
কবি : সুব্রত ভট্টাচার্য্য (ঋকতান)
***************************
সংগ্রামী জীবন ধরে আলোকে আড়াল করে
সব চড়াই উৎরাই দিকভ্রান্ত সেই ক্লান্ত জনপথ
পিছুনে ফেলে স্থবিরতা ফিরে পেতে
অসহায় সময়ের অবলুপ্ত বিবেক বিভ্রম প্রেম
জীবনের ইতিহাসে উঁকি মারে
তিমির অন্ধকারেও স্বাধীনতার
একমুঠো ভাতে ।
সব গোপন কথা যে গুলি বলা হয়নি তোমাকে
নিঃসংকোচে প্রাণ খুলে সব বলতে হবে আমাকে
সকালে বিকালে জোৎস্নার বিভাজনে চোখ বুজে
রাজা হবার স্বপ্নে বিভোর হয়ে
দূর দূরান্ত থেকে সেই রাতে
উৎফুল্ল প্রত্যাশা নিয়ে বিদিশার পথে
সময়ের ক্লান্তি নির্বাক নয়নে ভাষা খোঁজে
শুকনো ঝরা পাতার মাঝে ।
নৈঃশব্দের কথা গুলো আমায় ঋদ্ধ করে অবশেষে দিনান্ত ঘটে
আনন্দের দিবাস্বপ্ন আচ্ছন্ন যখন
মনোরম মন্দ্রাকান্তI স্পর্শতার আবেশ
এগিয়ে যায় সুতীব্র প্রয়াসে ,
হাজার রং- বেরঙের ঝলকানি
সব সুখ শিহরে অবোধ ছন্দে
ছুটে আসে মল্লাল রাগে মত্ত দাদুরী বলে চক্রব্যুহর মতো ।
সারাটা পথ ক্লান্তির অবসাদ
বিষণ্নতা
মাঝেও না থেমে ,চলতে চলতে
চাইতাম তোমার একখানি শীতল হাত ।
সব চাওয়া পাওয়ার মাঝখানে
একটু পূর্ণতার অভিলাসে প্রমত্ত নীরব স্বাধীন মার খায় ,
অনেক বন্দি শিবির আঁধার হাতড়ে
খুঁজে পায় মরছে ধরা জানলার শিক
দাঁড়াতে চায় ওটাকে ভর করে
অন্ধের যস্টির মতো ।
হৃদয় মনের চোখে বর্ণালী দৃষ্টিতে সূর্যের আলোর সাথে রূপ বদলে
হাতের রেখায় ফুটে ওঠা দাগে দাগে
ভাঁজে ভাঁজে অচেনা ছবিঘরে
মগ্নচিত্তে আশা বুনে বুনে এগিয়ে চলে
একরাশ অসময় মন বসন্তের রঙে বর্ণময় বর্ষপূর্তির দখিনা হওয়ায়
ঘুমিয়ে থাকা নগ্ন ছায়ায়,
মরমী হৃদয়-খোদাই করে যত্নে রাখে
তোমার রতন নিয়ে ছুটে চলি
শৈল্পিক মনে শেষ রঙে ক্লান্ত
আকাশে শেষ তুলির টানে এঁকে,
শেষ বেলায় শেষ সীমানার শেষ মাইল ফলক গুনে
শেষ নিবেদন হৃদয় চোয়ানো অনুভূতি ছুঁয়ে যায় মায়াবী গোধূলি লগনে ।।
———– 💐💐💐💐———-
সব চড়াই উৎরাই দিকভ্রান্ত সেই ক্লান্ত জনপথ
পিছুনে ফেলে স্থবিরতা ফিরে পেতে
অসহায় সময়ের অবলুপ্ত বিবেক বিভ্রম প্রেম
জীবনের ইতিহাসে উঁকি মারে
তিমির অন্ধকারেও স্বাধীনতার
একমুঠো ভাতে ।
সব গোপন কথা যে গুলি বলা হয়নি তোমাকে
নিঃসংকোচে প্রাণ খুলে সব বলতে হবে আমাকে
সকালে বিকালে জোৎস্নার বিভাজনে চোখ বুজে
রাজা হবার স্বপ্নে বিভোর হয়ে
দূর দূরান্ত থেকে সেই রাতে
উৎফুল্ল প্রত্যাশা নিয়ে বিদিশার পথে
সময়ের ক্লান্তি নির্বাক নয়নে ভাষা খোঁজে
শুকনো ঝরা পাতার মাঝে ।
নৈঃশব্দের কথা গুলো আমায় ঋদ্ধ করে অবশেষে দিনান্ত ঘটে
আনন্দের দিবাস্বপ্ন আচ্ছন্ন যখন
মনোরম মন্দ্রাকান্তI স্পর্শতার আবেশ
এগিয়ে যায় সুতীব্র প্রয়াসে ,
হাজার রং- বেরঙের ঝলকানি
সব সুখ শিহরে অবোধ ছন্দে
ছুটে আসে মল্লাল রাগে মত্ত দাদুরী বলে চক্রব্যুহর মতো ।
সারাটা পথ ক্লান্তির অবসাদ
বিষণ্নতা
মাঝেও না থেমে ,চলতে চলতে
চাইতাম তোমার একখানি শীতল হাত ।
সব চাওয়া পাওয়ার মাঝখানে
একটু পূর্ণতার অভিলাসে প্রমত্ত নীরব স্বাধীন মার খায় ,
অনেক বন্দি শিবির আঁধার হাতড়ে
খুঁজে পায় মরছে ধরা জানলার শিক
দাঁড়াতে চায় ওটাকে ভর করে
অন্ধের যস্টির মতো ।
হৃদয় মনের চোখে বর্ণালী দৃষ্টিতে সূর্যের আলোর সাথে রূপ বদলে
হাতের রেখায় ফুটে ওঠা দাগে দাগে
ভাঁজে ভাঁজে অচেনা ছবিঘরে
মগ্নচিত্তে আশা বুনে বুনে এগিয়ে চলে
একরাশ অসময় মন বসন্তের রঙে বর্ণময় বর্ষপূর্তির দখিনা হওয়ায়
ঘুমিয়ে থাকা নগ্ন ছায়ায়,
মরমী হৃদয়-খোদাই করে যত্নে রাখে
তোমার রতন নিয়ে ছুটে চলি
শৈল্পিক মনে শেষ রঙে ক্লান্ত
আকাশে শেষ তুলির টানে এঁকে,
শেষ বেলায় শেষ সীমানার শেষ মাইল ফলক গুনে
শেষ নিবেদন হৃদয় চোয়ানো অনুভূতি ছুঁয়ে যায় মায়াবী গোধূলি লগনে ।।
———– 💐💐💐💐———-