কবিতার নাম-উদ্বাস্তু মানুষের ঠিকানা
লেখিকা-সাথী মন্ডল
আশঙ্কায় তিরবিদ্ধ মানুষ
পরিবার নিয়ে যাবে কোথায়?
বাজারে মুখ গুনছে মানুষ
একাত্তরের ছাঁপ কোথায়!
জন্মের যার নেই নথি ,যারা-
আদৌ জানেনা পূর্ব সীমান্ত পেরিয়ে
কবে এসেছিলো এই দেশে,
তবে-তাদের কি ঠাঁই হবেনা পশ্চিমবাংলায় এসে।
পরিবার নিয়ে যাবে কোথায়?
বাজারে মুখ গুনছে মানুষ
একাত্তরের ছাঁপ কোথায়!
জন্মের যার নেই নথি ,যারা-
আদৌ জানেনা পূর্ব সীমান্ত পেরিয়ে
কবে এসেছিলো এই দেশে,
তবে-তাদের কি ঠাঁই হবেনা পশ্চিমবাংলায় এসে।
বনে জঙ্গল সাফ করে
যারা একদিন গেঁড়েছিলো ঘাঁটি,
তাদের কি অধিকার নেই?
নিরাপত্তা নেই ?
নির্বিচারে কি করে তারা হারাবে ছাউনি দেওয়া খুঁটি?
যারা একদিন গেঁড়েছিলো ঘাঁটি,
তাদের কি অধিকার নেই?
নিরাপত্তা নেই ?
নির্বিচারে কি করে তারা হারাবে ছাউনি দেওয়া খুঁটি?
বেঁচে থাকার তাগিদে বন্য হয়ে
যারা জানে না কবে
উঠেছিলো কোন অচিন গাঁয়,
কেউ কি ভাবছেনা তাদের নিয়ে;
ঘাড় ধরে এখন তাড়িয়ে দিলে-
তারা সব যাবে কোথায়?
যারা জানে না কবে
উঠেছিলো কোন অচিন গাঁয়,
কেউ কি ভাবছেনা তাদের নিয়ে;
ঘাড় ধরে এখন তাড়িয়ে দিলে-
তারা সব যাবে কোথায়?
মনুষ্যত্ব কি আজ তলিয়ে গেছে!
হারিয়ে গেছে মানুষের বিবেক?
এভাবেই কি চলতে থাকবে-
চলতেই থাকবে
মারামারি আর উচ্ছেদ।
হারিয়ে গেছে মানুষের বিবেক?
এভাবেই কি চলতে থাকবে-
চলতেই থাকবে
মারামারি আর উচ্ছেদ।
এসব বন্ধ হউক,বন্ধ হউক
এসো শপথ করি,
পরিচয় দিয়ে নিবন্ধীকরণে
যারা আছে তাদের বেঁধে বেঁধে
আরেক-নতুন পৃথিবী গড়ি।
———————————–
নাম-সাথী মন্ডল
কল্যাণী,নদীয়া
পিন নং -741235
এসো শপথ করি,
পরিচয় দিয়ে নিবন্ধীকরণে
যারা আছে তাদের বেঁধে বেঁধে
আরেক-নতুন পৃথিবী গড়ি।
———————————–
নাম-সাথী মন্ডল
কল্যাণী,নদীয়া
পিন নং -741235