মানবো না হার
************
কবি সত্যবান তন্তুবায়
মহাসাগরে শয্যা পেতেছি
ভাসছি ভেলার উপর,
ঢেউয়ের সাথে দুলে চলেছি
কেউ রাখেনা খবর ।
প্রাণ আছে এ দেহে এখনো
কোষেরা ঠিক জানায়,
শারীরিক ক্ষতে হিমোগ্লোবিন
এখনো লালে রাঙায়।
ব্যরিকেড ভেঙে পৌঁছে দেবো আমি
নব সৃজনের উপহার,
হিমোগ্লোবিন রাঙাবে যতদিন
মানবোনা সহজে হার।
——————————————————–
সত্যবান তন্তুবায়
পোঃ- রামকানালি
জেলা -পুরুলিয়া (পঃবঙ্গ)
পশ্চিমবঙ্গ