কবি: রুবেল সেখ (বিরু)
কবিতা : এটাই কি স্বাধীনতা
***********
কবি স্বাধীনতা
স্বাধীনতা বলে মোর
চেঁচিয়ে বেড়াচ্ছে সবে।
কাঁটাতারে বন্দি থেকেও,
স্বাধীন বলে গরু নাঁচে।
চেঁচিয়ে বেড়াচ্ছে সবে।
কাঁটাতারে বন্দি থেকেও,
স্বাধীন বলে গরু নাঁচে।
স্বাধীন আর হলো কবে এদেশ,
বন্দিতো ব্রিটিশ বি.জে.পি-র বাঁধনে।
এখনো লড়ছে শ্রমিক-কৃষক,
দুমুঠো ভাতের দাবীতে।
এটাই কি মোর স্বাধীনতা?
বন্দিতো ব্রিটিশ বি.জে.পি-র বাঁধনে।
এখনো লড়ছে শ্রমিক-কৃষক,
দুমুঠো ভাতের দাবীতে।
এটাই কি মোর স্বাধীনতা?
সাতচল্লিশের আগে ছিল পরাধীন মানুষ,
ব্রিটিশ বর্বর শ্রেণীর কাছে।
দুহাজার ঊনিশ’ই আজোও পরাধীন
বি.জে.পি. শাষকের হাতে।
এটাই কি মোর স্বাধীনতা।
ব্রিটিশ বর্বর শ্রেণীর কাছে।
দুহাজার ঊনিশ’ই আজোও পরাধীন
বি.জে.পি. শাষকের হাতে।
এটাই কি মোর স্বাধীনতা।
যতই চিৎকার করিগো ভাই,
স্বাধীনতা বলে কিছু নাই।
পরাধীনতার বাতাস বইছে ,
প্রতি নিশ্বাসে নিশ্বাসে।
এটাই কি মোর স্বাধীনতা।
স্বাধীনতা বলে কিছু নাই।
পরাধীনতার বাতাস বইছে ,
প্রতি নিশ্বাসে নিশ্বাসে।
এটাই কি মোর স্বাধীনতা।
শাষকের বিরুদ্ধে বললে কথা,
তুমি দেশদ্রোহী,
নইলে শুনতে হবে তুমি পাকিস্তানি।
এটাই কি মোর স্বাধীনতা।
তুমি দেশদ্রোহী,
নইলে শুনতে হবে তুমি পাকিস্তানি।
এটাই কি মোর স্বাধীনতা।
ধর্ষন করে মেরে ফেলো
হবেনা তোমার সাজা
যদি হও তুমি বিজেপির নেতা।
এটাই কি মোর স্বাধীনতা।
হবেনা তোমার সাজা
যদি হও তুমি বিজেপির নেতা।
এটাই কি মোর স্বাধীনতা।
স্লোগানের সুরে-সুরে,
মন মিছিলে রেড়াই ঘুরে।
ফাঁসি চাই-ফাঁসি চাই,
ধর্ষক শাষকের।
এটাই কি মোর স্বাধীনতা।
মন মিছিলে রেড়াই ঘুরে।
ফাঁসি চাই-ফাঁসি চাই,
ধর্ষক শাষকের।
এটাই কি মোর স্বাধীনতা।
✍️*******************
আমতলা
আমতলা