কবি মোহর ভট্টাচার্য এর গুচ্ছকবিতা
নিঃশ্বাস তরল হচ্ছে
মোহর ভট্টাচার্য্য
তোমার নিঃশ্বাস তরল হচ্ছে,
রাত্রি ঢাকছে নির্জনতা।
চায়ের কাপে ব্যস্ততা,
সকাল আর রাতের মাঝে পার্থক্য আলোর,
আর একবার একাকিত্ব নিঃস্ব হবে।
ক্লান্তির বুকে আঁচড় কাটে মানুষ।
কৃষ্ণচূড়ার ঘ্রাণ
মোহর ভট্টাচার্য্য
কৃষ্ণচূড়ার ঘ্রাণ ছড়ানো অন্ধকার নামছে ধীরে,
অবরুদ্ধ স্বপ্ন ঘুরে ঘুরে চোখে আসে।
তোমার অদেখা রাত্রির বুকে দাঁড়িয়ে থাকি আমি,
স্ফুরণ দেখবো আমি, উত্তেজনা এগিয়ে আসবে।
উদ্দীপ্ত ভাবনার একদিকে প্রতীক্ষা,
অক্সিজেনের সম্পর্ক সঙ্গত।
প্রাসঙ্গিক আলোয় দৃষ্টি ধুয়ে যায়।
অবসন্নতার মাটি
মোহর ভট্টাচার্য্য
অবসন্নতার মাটি টুকরো হয়ে যায়,
প্রকৃতির গায়ে নিষিদ্ধ তরল ঢালি।
বাতাসের গন্ধে তোমার উপস্থিতি,
দুপায়ে লেগে আছে মুক্ত শিশির।
ক্ষুধার্ত দৃষ্টি অনুভূতির জলে ধুয়ে যায়,
গাছের সবুজ অংশে পা পড়বে সবার।
বর্ষারঙের ছবি
মোহর ভট্টাচার্য্য
বর্ষারঙের ছবি তৈরী হয় সন্ধ্যেতে,
তোমার জীবনে ফাঁকা শব্দে পূর্ণতা পায়।
ম্যাগনোলিয়া গাছের ছায়ায় চেপে আসে অন্ধকার,
ছায়ার প্রমাণ পাওয়া যায়না।
পরিধিতে জীবিত থাকো তুমি,
তুমি শুধু ছলনা জানো।
চেনো মৃত্যুর কিনার,
বর্ষার গন্ধ আসে বহুদূর থেকে।