Spread the love
কবিতা : মেঘ__মেশা
—————
কবি : পৌষালী বিশ্বাস 


মন মাতাল করে দেওয়া একটা মেঘ
যে মিশতে চায় আকাশের সঙ্গে
ভাসতে চায় হৃদয়ের কিনারে
হয়ত আসবে বলেই তার আসা
ছুঁয়ে ছুঁয়ে দেখবে কতটা পুড়েছ তুমি
কপালে অধরের হাল্কা ছোঁয়ায় পূর্ণ সে
পেয়ে যাওয়া সেই অমৃতের স্বাদ
যা একটা দিনের আয়ু বাড়িয়ে দেয়
ভাবনারা শব্দ হয়ে ঝরে পড়তে চায় তোমার বুকে
হয়েই তো গেলো যেটুকু হওয়ার ছিলো
পেয়েও নিলো হৃদয়, যেটুকু ওর প্রাপ্য ছিলো
একটু একটু করে পাওয়া হয়ে যায়
তোমার সবটুকুই
তোমার সাম্রাজ্যের যত মনিমানিক্য সবটুকুই
শুধুই আমার সিন্দুকেই সজ্জিত থাকবে
আঙ্গুল ছুঁয়েছে যেখানে
সেখানে আজই সকালে
একটি ক্ষুদ্র তৃণ অঙ্কুরিত হলো…
পৌষালী…
পৌষালী বিশ্বাস
শব্দের চাষ করি

One thought on “কবি পৌষালী বিশ্বাস”
  1. অনেকদিন পর তোমার কবিতা পড়লাম । বেশ ভালো লিখেছো । একরাশ শুভেচ্ছা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *