কবিতা : জানিনা কখন মৃত্যু আসে
কবি: জয়ন্ত দেওঘরিয়া
মেঘেরা আকাশের শরীরজুড়ে ঘর বানিয়ে চলে, পৃথিবী তৈরি করে নির্দয় ভূমিকম্পের গর্ভ।
বুক চিরে আলো পেরিয়ে যায় আলোকবর্ষ দূরত্ব হেঁটে— কচ্ছপগতি…
রাক্ষস দন্ত বের করে পাশাপাশি দাঁড়িয়ে থাকে দুটো দেওয়াল; নির্জীব নাকি সজীব?
বারুদ গন্ধে আগুনের বীর্যপাত!
হাঁটু মুড়ে বসে থাকা মাংসাশী মাছি লাশ কাটা ঘরের চৌকাঠ আগলে রাখে।
আমি তফাতের কসাই, ধর্ম ভয় নিম গাছের ডগায় টাঙ্গিয়ে রক্ত মাখি—
জানিনা কখন মৃত্যু আসে বন্য ঘন্টা উপেক্ষা করে।
____________________
জয়ন্ত দেওঘরিয়া
আনারা পুরুলিয়া
পিন ৭২৩১২৬
বুক চিরে আলো পেরিয়ে যায় আলোকবর্ষ দূরত্ব হেঁটে— কচ্ছপগতি…
রাক্ষস দন্ত বের করে পাশাপাশি দাঁড়িয়ে থাকে দুটো দেওয়াল; নির্জীব নাকি সজীব?
বারুদ গন্ধে আগুনের বীর্যপাত!
হাঁটু মুড়ে বসে থাকা মাংসাশী মাছি লাশ কাটা ঘরের চৌকাঠ আগলে রাখে।
আমি তফাতের কসাই, ধর্ম ভয় নিম গাছের ডগায় টাঙ্গিয়ে রক্ত মাখি—
জানিনা কখন মৃত্যু আসে বন্য ঘন্টা উপেক্ষা করে।
____________________
জয়ন্ত দেওঘরিয়া
আনারা পুরুলিয়া
পিন ৭২৩১২৬