কবি ও কবিতা
তরুণ মিত্র
কবিতায় সব পাই , কবিতাই মন
কবিদের হয়ে ওঠে অনেকে স্বজন।
কবিতায় ঝোলা ব্যাগ. কবিদের দাড়ি
ফিরলে রাতের মুখ-বউয়ের হাঁড়ি।
কবিতায় ঘোরা যায় এখানে ওখানে
কবিরা পাগল হয় -সব লোকে জানে!
কবিতায় প্রেমটাই করে আসা যাওয়া
কবিদের লাটে ওঠে নাওয়া আর খাওয়া।
কবিরা ফতুয়া পরে মলিন বেশে
পকেট ফাঁকাই থাকে দিনের শেষে।
সদন পছন্দ কারও, কেউ কফিহাউস
কারো ব্যাগ ভরে থাকে কবিতা ঢাউস।
কেউ লিখে পান করে অমৃত সুরা
রাতে যেন ফোনে ফোন পাহাড়ের চূড়া।
কাগজে ঢোকে যে কেউ চোখ ছলছলে
কেউ বা নিঃস্ব হ’য়ে অথই জলে।
পড়শিরা কেউ বলে কবি হলি বল্ ?
কারুর মনের খাতায় আস্ত পাগল।
এই ভাবে পার হবে বছর বছর
দিন কেটে রাত হয়, রাত সরে ভোর।