কবি ঋদেনদিক মিত্রো (Ridendick Mitro) 6000 ❤ (ছয় হাজার ) লাইন পেরিয়ে আজ আপাতত মহাকাব্য শেষ করলেন, এবার কয়েকদিন revise দিয়ে সব ঠিক করবেন, কিছু-কিছু revise দিয়েছেন, আবার দিতে হবে, 31দিন সময়ে লিখেছেন, 25-27 দিন মত স্নান করেননি, খাওয়া অনিয়মিত, দাঁতমাজা কয়েকদিন অন্তর, শুয়ে-শুয়ে গায়ে কম্বল চাপিয়ে মোবাইল ধরে লিখে কাজ করে গেছেন,
কবি নিজেই লিখে শেষে নিজেকেই প্রশ্ন করছেন ‘কী করে পরপর এই জিনিস হলো নিজেই ভাবতে পারছি না!’
কবির আরো কিছু স্বগোতোক্তি –
ডান কাঁধের সামনে যন্ত্রনা করছে, এই পরিশ্রমে, তবে pain killar খাবো না, naturally সারবে, তেমন হলে হোমিও খাবো চরমে গেলে!
কয়েকদিন revise দিয়ে wabesite এ দেবো, সম্পাদক বিষয়টি জেনে রাজি হয়েছেন, ওখানে বেরুনোর পরে মুদ্রনে প্রকাশিত হবে কোনো বিখ্যাত প্রকাশনি থেকে, আগে এটা wabesite এ পড়ুক!
বেরুলে লিংক পাঠাবো, সকলের সমালোচনা সহযোগিতা কামনা করি!
—-
– সম্পাদক
কাব্যপট পত্রিকা
Kabyapot.com