কবিতা #. গ্রাম #
কবি #অলোক কুমার প্রামাণিক,
=================
কবি #অলোক কুমার প্রামাণিক,
=================
লাল পাহাড়ে সবুজ গাঁয়ে
পথে মোরাম পাতা,
শাল পিয়ালে দু হাত মেলে
ধরে শীতল ছাতা।
পথে মোরাম পাতা,
শাল পিয়ালে দু হাত মেলে
ধরে শীতল ছাতা।
আলের ঢালে কোলা ব্যাঙে
গলা ছেড়ে সাধে,
ঝিঁ ঝিঁ স্বরেই উচ্চিংড়ে
সুরের নাড়া বাঁধে।
গলা ছেড়ে সাধে,
ঝিঁ ঝিঁ স্বরেই উচ্চিংড়ে
সুরের নাড়া বাঁধে।
ফনী মনসার ঝোপ সেথায়
পথের বাঁকে বাঁকে,
মৌমাছি রা গুন গুনিয়ে
মধু ভরে চাকে ।
পথের বাঁকে বাঁকে,
মৌমাছি রা গুন গুনিয়ে
মধু ভরে চাকে ।
বালি হাঁসের গল্প সেথায়
কোপাই চরের পারে,
জোনাক পোকা আল্পনা দেয়
বন তুলসীর ঝাড়ে।
কোপাই চরের পারে,
জোনাক পোকা আল্পনা দেয়
বন তুলসীর ঝাড়ে।
উড়াল পাখি বাসায় ফেরে
ঠোঁটে নিয়ে কুঁটো,
আকাশ সেথায় হলুদ আবীর
ছড়ায় মুঠো মুঠো।।
=============
Aloke kr. Pramanick.
Budge Budge
Kolkata 700138,
ঠোঁটে নিয়ে কুঁটো,
আকাশ সেথায় হলুদ আবীর
ছড়ায় মুঠো মুঠো।।
=============
Aloke kr. Pramanick.
Budge Budge
Kolkata 700138,
=============