কবিতা : একপাক্ষিক
কবি : অপূর্ব চক্রবর্ত্তী
কবি : অপূর্ব চক্রবর্ত্তী
কে ভাবতেই বেলা পরে আসে,
ঝিম ধরে আকাশের গায়ে,
ইমনের দ্রুত তানে ফিরে আসে
পাখিদের ঝাঁক, নিজের বাসায়।
দূরে কোথা ঘন্টার আওয়াজে
অবচেতন শ্বাস নেয় ধূপের ধোঁয়ায়
তবু ভাবি, ভাবি তোমারই কথা
একটু ভুল বললাম-
ভাবিনা, ভাবনাটা থেকেই যায়
ঝুলন্ত মেঘের মতো
গ্রে ম্যাটারের পর্দায়
যেন ছায়াছবি।
হাসি ভরা মুখ,আগুনে শাড়ির সেই রঙ
কিংবা হয়তো সেই আনত দু চোখে
নিভে যাওয়া আগুনের, নোনতা বাস্তব,
উঁকি মেরে যায় মনের জানালায়
মাঝরাতে ভেসে আসা,রাখালিয়া বাঁশির মতো।
অথবা নদীর বুকে গড়িয়ে যাওয়া
সাবধানী স্টিমারের ভোঁ- তন্দ্রা ভাঙ্গায় বারেবার।
জেগে থাকি,চোখ রাখি স্বপ্নের গায়ে।
এ যদি অভ্যাস হয়, বেশ আছি একা,
আর যদি ভালোবাসা হয়…….?????
ইমনের দ্রুত তানে ফিরে আসে
পাখিদের ঝাঁক, নিজের বাসায়।
দূরে কোথা ঘন্টার আওয়াজে
অবচেতন শ্বাস নেয় ধূপের ধোঁয়ায়
তবু ভাবি, ভাবি তোমারই কথা
একটু ভুল বললাম-
ভাবিনা, ভাবনাটা থেকেই যায়
ঝুলন্ত মেঘের মতো
গ্রে ম্যাটারের পর্দায়
যেন ছায়াছবি।
হাসি ভরা মুখ,আগুনে শাড়ির সেই রঙ
কিংবা হয়তো সেই আনত দু চোখে
নিভে যাওয়া আগুনের, নোনতা বাস্তব,
উঁকি মেরে যায় মনের জানালায়
মাঝরাতে ভেসে আসা,রাখালিয়া বাঁশির মতো।
অথবা নদীর বুকে গড়িয়ে যাওয়া
সাবধানী স্টিমারের ভোঁ- তন্দ্রা ভাঙ্গায় বারেবার।
জেগে থাকি,চোখ রাখি স্বপ্নের গায়ে।
এ যদি অভ্যাস হয়, বেশ আছি একা,
আর যদি ভালোবাসা হয়…….?????
বাঃ ! অসাধারণ…..