হেমন্তের রঙে
হৃদয় আহমেদ খান
🌱🌱🌱🌱🌱🌱
শিশির কণার মেলা বসে
কচি সবুজ ঘাসে।
আমন ধানের সুবাস ছড়ায়
কার্তিক আগুন মাসে।
হালকা শীতের প্রকোপ পড়ে
শীতল লাগে কায়া।
সোনার মাঠে আঁখি মেলে
দেখি রূপের মায়া।
চারিদিকে ঘোর কুয়াশা
প্রভাত বেলায় পড়ে।
ভোরের পাখি বাঁশের ঝাঁড়ে
গান গায় মধুর সুরে।
চাষী ছুটে ধান কাটিতে
কাস্তে নিয়ে মাঠে।
গাঁয়ের বধু নাইওর যেতে
আসে খেয়া ঘাটে।
ঘরে ঘরে নতুন চালের
বসে পিঠার মেলা।
সকাল বেলার মিষ্টি রোদে
খোকন করে খেলা।
শাপলা ফোটে কলমী ফোটে
দেখি নদের মাঝে।
হেমন্তকালের রূপে সৌন্দয্যে
বাংলা মাতা সাজে।
🌱🌱🌱🌱🌱🌱
শিশির কণার মেলা বসে
কচি সবুজ ঘাসে।
আমন ধানের সুবাস ছড়ায়
কার্তিক আগুন মাসে।
হালকা শীতের প্রকোপ পড়ে
শীতল লাগে কায়া।
সোনার মাঠে আঁখি মেলে
দেখি রূপের মায়া।
চারিদিকে ঘোর কুয়াশা
প্রভাত বেলায় পড়ে।
ভোরের পাখি বাঁশের ঝাঁড়ে
গান গায় মধুর সুরে।
চাষী ছুটে ধান কাটিতে
কাস্তে নিয়ে মাঠে।
গাঁয়ের বধু নাইওর যেতে
আসে খেয়া ঘাটে।
ঘরে ঘরে নতুন চালের
বসে পিঠার মেলা।
সকাল বেলার মিষ্টি রোদে
খোকন করে খেলা।
শাপলা ফোটে কলমী ফোটে
দেখি নদের মাঝে।
হেমন্তকালের রূপে সৌন্দয্যে
বাংলা মাতা সাজে।
✍️✍️✍️✍️✍️✍️
ময়মনসিংহ বাংলাদেশ
ময়মনসিংহ বাংলাদেশ