অবাক পৃথিবী
হান্নান বিশ্বাস
দু-এক কলম লিখি বলে
বিদ্বজ্জনে দিচ্ছে মান,
চ্যাংড়া ছেলে চুল উচিয়ে
বিড়ি-মুখে মারছে টান!
যাদের পেটে বিদ্যে আছে
তাঁরা নাকি শান্ত হয়,
মাথা বোঝাই বিদ্যাপতির
পায়ের ধূলা করতে জয়!
কিছু দেখি ফুলকো বাবু
কলার তুলে দিচ্ছে ঢপ,
বিদ্যা বুদ্ধি তাদের কাছে
পথে ভাজা আলুর চপ!
চলা ফেরায় দুলকি বাবু
মাথার চুলে ফুলতোড়া,
চাঁছা-ছোলা করছে ঘাড়ে
বাদ দিয়ে যে কানজোড়া!
ঘরের কোণে মগ্ন ধ্যানে
ফোনটি হাতে নিয়ে,
পড়া ছেড়ে ব্যস্ত শুধু
ফেসবুকের চ্যাটিং-য়ে।
বাবা মায়ের আদর স্নেহ
খাচ্ছে গিলে স্মার্ট ফোনে,
যতই ডাকুক আদর করে
চোখের দৃষ্টি ফোন জোনে।