আমি কৃষ্টি, আমি সেই নারী
স্মরজিৎ দত্ত
🌱 🌱 🌱 🌱
আমি কৃষ্টি,
সৃষ্টির ঊষা লগ্ন থেকে সইছি
দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে –
তারপর, তারপর জন্ম দিয়েছি তোমায়
পৃথিবীর চরম বেদনার সাক্ষী হয়ে
অনাবিল আনন্দ প্রকাশ করে
দুহাতে তুলে
চুম্বনে ভরিয়ে দিয়েছি
তোমার মুখমন্ডল।
সেদিনও সয়েছি।
তোমার সারাদিন কর্ম লড়াইয়ের পর
রাতের সজ্জায় আনন্দ দানে
ক্লান্ত কৃষ্টি ক্লান্ত ঘোমটার আরালে তোমায় দেয় আনন্দ;
তখনও সেই আমি , তোমায় নিয়ে যায় আনন্দের
মহা ভেলায়,
আমি সেই নারী
আমি সেই কৃষ্টি।
সৃষ্টির ঊষা লগ্ন থেকে সইছি
দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে –
তারপর, তারপর জন্ম দিয়েছি তোমায়
পৃথিবীর চরম বেদনার সাক্ষী হয়ে
অনাবিল আনন্দ প্রকাশ করে
দুহাতে তুলে
চুম্বনে ভরিয়ে দিয়েছি
তোমার মুখমন্ডল।
সেদিনও সয়েছি।
তোমার সারাদিন কর্ম লড়াইয়ের পর
রাতের সজ্জায় আনন্দ দানে
ক্লান্ত কৃষ্টি ক্লান্ত ঘোমটার আরালে তোমায় দেয় আনন্দ;
তখনও সেই আমি , তোমায় নিয়ে যায় আনন্দের
মহা ভেলায়,
আমি সেই নারী
আমি সেই কৃষ্টি।
সৃষ্টির ঊষা লগ্ন থেকেই
আমরা ধারক
ছিলাম, আছি, থাকব।
কেবল একটু অনুরোধ
কৃষ্টির এই দেহ মন্দির কে
একটু ভালোবেসো,
সৃষ্টি মানব সৃষ্টি করেই
করেছেন উৎসর্গ
তোমাদের তরে আমাদের,
জগতের দিশায়।
আমি সেই কৃষ্টি,
আমি সেই নারী।
আমরা ধারক
ছিলাম, আছি, থাকব।
কেবল একটু অনুরোধ
কৃষ্টির এই দেহ মন্দির কে
একটু ভালোবেসো,
সৃষ্টি মানব সৃষ্টি করেই
করেছেন উৎসর্গ
তোমাদের তরে আমাদের,
জগতের দিশায়।
আমি সেই কৃষ্টি,
আমি সেই নারী।