অব্যক্ত ব্যাকরণ
সুরভি জাহাঙ্গীর
🌱 🌱 🌱 🌱 🌱
আমি এক অনিবন্ধিত নিভৃতচারী নিষিদ্ধ মা!
মোদ্দা কথা আমি গর্ভ বিক্রী করি!
আর পরিস্কার করে বলি.. আমি পেটের দায়ে..পেট বিক্রী করি!
মোদ্দা কথা আমি গর্ভ বিক্রী করি!
আর পরিস্কার করে বলি.. আমি পেটের দায়ে..পেট বিক্রী করি!
নয়’ মাস গর্ভে ধারন করি!
মাতৃত্বের সমস্ত অনুভূতি অনুভূত হয়
আমার শরীর, মননে!
মাতৃত্বের সমস্ত অনুভূতি অনুভূত হয়
আমার শরীর, মননে!
নিয়মের নিয়তির কাছে
আমার মাতৃত্ব গোপনে আর্তনাদ করে!
আমার মাতৃত্ব গোপনে আর্তনাদ করে!
আমার কোন স্বীকৃতি নেই,
সমাজের নিয়মে আমি..অবৈধ মা”!
আমাকে থাকতে হবে অন্তরালে!
লোকে জানাজানি হলে..সমাজপতিরা আমাকে সম্মানীত করবেনা..”চরিত্রহীনা” উপাধিতে!
জানা-জানিটাই সমাজের কাছে সব…….!
অদ্ভুত নিয়মের চক্র পৃষ্ঠাে আমি আবর্তিত।
অবৈধ মায়ের গর্ভজাত সন্তানেরা আজ পবিএ পিতার পরিচয়ে বৈধ,পবিত্র!
কাউকে চিনি আবার কাউকে চিনিও না!
কাউকে জানি ..আবার কেউ অজনা-ই থেকে যাবে!
হঠাৎ সেদিন চলার পথে ভীড়ের মাঝে
শিশুর রক্তাক্ত শরীর দেখে অন্তর-আত্মা বলে উঠল.. আমার আমিত্বকে, এটাত আমারো সন্তান হতে পারে!?
কেউ কেউ বল্ল বেঁচে আছেত?
আমার অবচেতন মনের মাতৃত্ব বলে ওঠে,বালাই ষাট!
সমাজের নিয়মে আমি..অবৈধ মা”!
আমাকে থাকতে হবে অন্তরালে!
লোকে জানাজানি হলে..সমাজপতিরা আমাকে সম্মানীত করবেনা..”চরিত্রহীনা” উপাধিতে!
জানা-জানিটাই সমাজের কাছে সব…….!
অদ্ভুত নিয়মের চক্র পৃষ্ঠাে আমি আবর্তিত।
অবৈধ মায়ের গর্ভজাত সন্তানেরা আজ পবিএ পিতার পরিচয়ে বৈধ,পবিত্র!
কাউকে চিনি আবার কাউকে চিনিও না!
কাউকে জানি ..আবার কেউ অজনা-ই থেকে যাবে!
হঠাৎ সেদিন চলার পথে ভীড়ের মাঝে
শিশুর রক্তাক্ত শরীর দেখে অন্তর-আত্মা বলে উঠল.. আমার আমিত্বকে, এটাত আমারো সন্তান হতে পারে!?
কেউ কেউ বল্ল বেঁচে আছেত?
আমার অবচেতন মনের মাতৃত্ব বলে ওঠে,বালাই ষাট!
হঠাৎ একজন আমাকে জিজ্ঞাসা করল..আপনার সন্তান?
আমি কম্পিত কন্ঠে বলি না…. না…
আমি কম্পিত কন্ঠে বলি না…. না…
দুঃখীত আপনার মতই দেখতে কিনা?
তখন আমার শরীরে ভেতরে ধ্বনিত হয়
শব্দহীন অব্যক্ত কান্না!
শব্দ করে কান্নার বৈধতা আমার নেই!
কান্নারো বৈধতা থাকতে হয়!
শব্দহীন অব্যক্ত কান্না!
শব্দ করে কান্নার বৈধতা আমার নেই!
কান্নারো বৈধতা থাকতে হয়!
চুপিসারে পালিয়ে আসি!
মাতৃত্বের “মাতৃত্বট”আজ পেটের ক্ষূধার কাছে পরাজিত!
মাতৃত্বের “মাতৃত্বট”আজ পেটের ক্ষূধার কাছে পরাজিত!
আমি আবার তৈরী..গর্ভ বিক্রীর জন্য!
নতুন ক্রেতার অপেক্ষায়….. নতুন দরজায়…!
নতুন ক্রেতার অপেক্ষায়….. নতুন দরজায়…!
( ঢাকা /বাংলাদেশ)