চিঠি
সুজাতা মিশ্র(সুজান মিঠি)
🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱
ধীরে ধীরে খোসা ছাড়ায় রাত
তুমি এগিয়ে এসে চোখ রাখো
চোখে, মনে, আমার চিবুকে।
আমার পথ হারায় প্রতি খোসায়
রাত শীত আঁকে বালিশে খুব
আমি তোমায় রাখি…বুকে।
তুমি এগিয়ে এসে চোখ রাখো
চোখে, মনে, আমার চিবুকে।
আমার পথ হারায় প্রতি খোসায়
রাত শীত আঁকে বালিশে খুব
আমি তোমায় রাখি…বুকে।
তুমি বলেছিলে চিঠি লিখো
আমায়। আমি লিখলাম চিঠি
বুকের নরম মাংসের গন্ধে…
তোমার কৃষ্ণকলি রাত খোসা
ছাড়াচ্ছে। আমি কেবল তোমায়।
স্মৃতি, তুমি থেকো এভাবেই রন্ধ্রে…।
আমায়। আমি লিখলাম চিঠি
বুকের নরম মাংসের গন্ধে…
তোমার কৃষ্ণকলি রাত খোসা
ছাড়াচ্ছে। আমি কেবল তোমায়।
স্মৃতি, তুমি থেকো এভাবেই রন্ধ্রে…।
পাঠিয়ে দিলাম মেঘের ডাকে
তোমার জন্য নরম আদর
তোমার মনে ঘুমে জাগরণে…
স্মৃতি, তুমি হাত ছুঁয়ে যাও
তোমার খোসা ছাড়ানো রাতে
কৃষ্ণকলির বৃষ্টি ভেজা বনে।
—-
জামালপুর
পূর্ব বর্ধমান।
তোমার জন্য নরম আদর
তোমার মনে ঘুমে জাগরণে…
স্মৃতি, তুমি হাত ছুঁয়ে যাও
তোমার খোসা ছাড়ানো রাতে
কৃষ্ণকলির বৃষ্টি ভেজা বনে।
—-
জামালপুর
পূর্ব বর্ধমান।
কবি সুজান মিঠি ওরফে সুজাতা মিশ্র একজন বিখ্যাত কবি -লেখিকা! ওনার লেখা জমিয়ে দেয় হাজার-হাজার পাঠক পাঠিকাকে!
ওনার “চিঠি” কবিতায় জৈবিক দুস্টুমি ও বেপরোয়া সুখকে দুঃসাহসিক ভাবে প্রকাশ করে — সেটাকে আবার শিল্পের প্যাকেট-লেভেল দিয়ে দেওয়া, এমন কঠিন খেলার প্রকরণ তাঁর পক্ষেই সম্ভব!
তাঁর লেখাকে স্যালুট করতে হয়, আমি আপাতত তাই করি!
পেশা : ইংরেজি ও বাংলা ভাষায় কবি -ঔপন্যাসিক -গীতিকার -কলামনিস্ট, কলকাতা, ভারত,